NAVIGATION MENU

চাঁদপুরে নতুন করে ২৯ জনের করোনা সনাক্ত


চাঁদপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ২৯ জনের শরীরে করোনা সনাক্ত হয়েছে। এর ফলে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ২ হাজার ৩৬ জনে পৌঁছালো। জেলায় এখন পর্যন্ত মারা গেছেন ৭৫ জন।

মঙ্গলবার (১৮ আগস্ট) চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্র এ তথ্য নিশ্চিত করেন।

সূত্র জানায়, ‘গত ২৪ ঘন্টায় চাঁদপুরস্থ ভাষাবীর এম এ ওয়াদুদ আরটি-পিসিআর ল্যাব থেকে ১২৪টি রিপোর্ট আসে। এর মধ্যে ২৯টি রিপোর্ট করোনা পজিটিভ। বাকি ৯৫টি রিপোর্ট করোনা নেগেটিভ। নতুন করোনা সনাক্তদের মধ্যে রয়েছে চাঁদপুর সদরের ৪ জন, হাইমচরে ২জন, মতলব উত্তরের ৬ জন, মতলব দক্ষিণের ৮ জন, ফরিদগঞ্জের ৬ জন, হাজীগঞ্জের ২ জন ও কচুয়ার ১ জন।’

একই দিনে জেলায় করোনা থেকে মুক্ত হয়েছেন ১৭ জন। এর মধ্যে চাঁদপুর সদরের ৬ জন, কচুয়ার ৩ জন, শাহরাস্তির ৪ জন, মতলব দক্ষিণের ২জন ও হাজীগঞ্জের ২ জন রয়েছেন।

চাঁদপুরে জেলায় বর্তমানে করোনা আক্রান্ত ২ হাজার ৩৬ জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো - চাঁদপুর সদরে ৮০৫জন, ফরিদগঞ্জে ২৩৯জন, মতলব দক্ষিণে ২২০জন, শাহরাস্তিতে ১৯৯জন, হাজীগঞ্জে ১৮৯জন, মতলব উত্তরে ১৭৩জন, হাইমচরে ১৩১জন ও কচুয়ায় ৮০জন।

এমআইআর/এডিবি