ন্যাভিগেশন মেনু

চাঁদপুরে মাধ্যমিক স্তরে ৩৯ লাখ কপি বইয়ের চাহিদা


চাঁদপুর জেলার ৮ উপজেলায় সব মাধ্যমিক স্কুল, ভোকেশনাল, ইংরেজি ভার্সন, মাদ্রাসা ও ইবতেদায়ি শিক্ষা প্রতিষ্ঠানে ২০২১ শিক্ষাবর্ষের জন্যে ২ লাখ ৯৫ হাজার ২৭৪ জন শিক্ষার্থীর জন্য শিক্ষা অধিদপ্তরে ৩৮ লাখ ৯৯ হাজার ৬৮০ কপি বইয়ের চাহিদা প্রেরণ করেছে জেলা মাধ্যমিক শিক্ষা অফিস। 

চাঁদপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিস সোমবার (২১ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে।

জেলা শিক্ষা অফিস প্রাপ্ত তথ্যমতে, জেলার ২৯৫টি মাধ্যমিক স্কুলের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির ১ লাখ ৮৩ হাজার ৬১৮ জন শিক্ষার্থীর জন্য ২৬ লাখ ৫৬ হাজার ৯৬২ কপি, ইংরেজি ভার্সনের ৫৫৫ জন শিক্ষার্থীর জন্য ৮ হাজার ৯৫ কপি, ভোকেশনাল ৯ম ৩ হাজার ১৯০ জন শিক্ষার্থীর জন্য ১৭ হাজার ৩৯৫ কপি, দাখিল ৬ষ্ঠ হতে নবম শ্রেণি পর্যন্ত ৫৯ হাজার ৫৬৬ জন শিক্ষার্থীর জন্য ৮লাখ ৬৬ হাজার ৫৮২ কপি এবং এবতেদায়ি ৪৮ হাজার ৩৪৫ শিক্ষার্থীর জন্যে ৩ লাখ ৫০ হাজার ৬৪৬ কপি বইয়ের চাহিদা প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে চাঁদপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের এক কর্মকর্তা জানান ‘আগামী ১ জানুয়ারি সরকারিভাবে ঘোষিত বই উৎসব উপলক্ষে ৬ষ্ঠ হতে নবম শ্রেণির সকল শিক্ষার্থীর হাতে স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক, স্কুল ম্যানেজিং কমিটি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বই বিতরণের নির্দেশ অবশ্যই আসবে।’

এজি/এমআইআর/এডিবি