ন্যাভিগেশন মেনু

চাঁদপুরে ১০টি কমিউনিটি ক্লিনিক নির্মাণ সম্পন্ন


চাঁদপুরে ২০১৯-২০২০ অর্থবছরে অত্যাধুনিক ১০টি কমিউনিটি ক্লিনিক নির্মাণ সম্পন্ন হয়েছে। এই ১০টি কমিউনিটি ক্লিনিক নির্মাণ সম্পন্ন করতে ব্যয় করা হয়েছে ২ কোটি ৯৫ লাখ ২০ হাজার টাকা। প্রতিটি কমিউনিটি ক্লিনিক নির্মাণে গড় ব্যয় হয়েছে ২৯ লাখ ৫২ হাজার টাকা।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. দেলোয়ার হোসেনের কার্যালয় এ নিশ্চিত করেন।

সূত্র জানায়, প্রতিটি কমিউনিটি ক্লিনিকে ১টি ডেলিভারি রুম, স্বাস্থ্য ও পরিবার পরিবার পরিকল্পনা কর্মীদের জন্যে ১টি, কমিউনিটি প্রোভাইডারের জন্যে ১টি, স্টোর রুম, কমন টয়লেট ও প্রয়োজনীয় বারান্দাসহ স্প্যাস রয়েছে।

প্রসঙ্গত, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি অগ্রাধিকার প্রকল্পের মধ্যে কমিউনিটি ক্লিনিক একটি। সারাদেশে ১৪ হাজার ৮৯০টি কমিউনিটি ক্লিনিক স্থাপনের লক্ষ্যমাত্রা রয়েছে। এ পর্যন্ত  ক্লিনিকগুলো থেকে সেবা গ্রহণকারীর সংখ্যা ৬২ কোটি ৫৭ লাখ। বর্তমানে ১৩ হাজার ৮৬১টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। আরও ১ হাজার ২৯টি বাস্তবায়ন করার পরিকল্পনা রয়েছে।

এমআইআর/এডিবি