NAVIGATION MENU

চাঁদপুরে ২৪ ঘণ্টায় আরও ৬ জনের করোনা সনাক্ত


চাঁদপুরে গত ২৪ ঘন্টায় ৬ জনের করোনা সনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদরের ১ জন, মতলব উত্তরের ২ জন, হাইমচরের ১ জন, হাজীগঞ্জের ১ জন ও শাহরাস্তির ১ জন। 

এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ হাজার ১১০জন। এর মধ্যে মারা গেছেন ৭৬ জন।

তাছাড়া, একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেনআরও ১০ জন। এর মধ্যে ফরিদগঞ্জের ৬জন, মতলব উত্তরের ২ জন ও মতলব দক্ষিণের ২ জন।

শুক্রবার (২৮ আগস্ট) সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানানো হয়েছে।

জানা যায়,  চাঁদপুর ভাষাবীর এম এ ওয়াদুদ আরটি-পিসিআর ল্যাব থেকে মোট ৭৩টি রিপোর্টের মধ্যে ৬টি করোনা পজিটিভ। বাকী ৬৭টি রিপোর্ট করোনা নেগেটিভ।

সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ জানান, জেলায় মোট সংগৃহীত  নমুনার সংখ্যা ৮ হাজার ৬৮৯টি। রিপোর্ট এসেছে ৮ হাজার ৬২১টি।

তিনি জানান, জেলায় আক্রান্ত ২ হাজার ১১০জনের মধ্যে ইতোমধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৬৯০ জন। চিকিৎসাধীন আছেন ৩৪৪ জন।

এডিবি/