ন্যাভিগেশন মেনু

করোনামুক্ত জামাল ভূঁইয়া


করোনাভাইরাস থেকে মুক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।

ভারতের আই লিগে কলকাতা মোহামেডানের হয়ে খেলার কথা ছিলো জামাল ভূঁইয়ার। কিন্তু তার আগেই করোনা পজিটিভ হওয়ায় তার আই লিগে খেলাই অনিশ্চিত হয়ে পড়ে। এখন তিনি সুস্থ হয়ে উঠায় ভারতের এই দলটির হয়ে খেলার সম্ভাবনা আছে।

রবিবার (২০ ডিসেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশন জানিয়েছে, জামালের করোনা নেগেটিভ এসেছে। দুই-একদিনের মধ্যেই তিনি দেশে ফিরবেন।

প্রসঙ্গত, কাতার থেকে ফিরে পশ্চিমবঙ্গের কলকাতায় যাওয়ার কথা ছিলো জামাল ভূঁইয়ার। কাতার থেকে অন্য খেলোয়াড় ও স্টাফরা ফিরলেও ব্যক্তিগত কারণে কয়েকদিন পর ফিরতে চেয়েছিলেন জামাল। কিন্তু কাতারেই তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে। করোনা পজিটিভ হওয়ার পর তিনি কাতার ফুটবল ফেডারেশনের তত্ত্বাবধানে আইসোলেশনে থাকেন।

আগামী বছরের ৯ জানুয়ারি থেকে শুরু হবে ভারতের আই লিগ।

ওয়াই এ/এডিবি