NAVIGATION MENU

চাঁপাইনবাবগঞ্জের ফুটপাতে শীতের কাপড় কিনতে মধ্যবিত্তের ভিড়


শীতের আগমনের সঙ্গে সঙ্গেই চাঁপাইনবাবগঞ্জের ফুটপাতের দোকানগুলোতে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত আয়ের মানুষের গরম পোশাক কেনার ভিড় বেড়েছে।

রবিবার (২৯ নভেম্বর) সরেজমিনে দেখা যায়, চাঁপাইনবাবগঞ্জ শহরের ফুড অফিসের মোড়, নিউমার্কেট এলাকা, বিশ্বরোড মোড় ও শহীদ সাটু হল কমপ্লেক্স এলাকার ফুটপাতের দোকানগুলোতে শীতের গরম কাপড় বিক্রির ধুম পড়েছে।

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব দোকানে ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো।

ফুটপাতের গরম কাপড় বিক্রেতা মনিরুল ইসলাম ও আলী হোসেন জানান, শীত শুরুর আগে থেকেই শীতের পোশাক উলের সোয়েটার, জ্যাকেটের পাশাপাশি কম্বল বিক্রি শুরু হয়েছে।

বর্তমানে ছোটদের জ্যাকেট-সোয়েটার ১০০ থেকে ১৫০ টাকায়, বড়দের সোয়েটার ও জ্যাকেট প্রকারভেদে ২৫০ টাকা থেকে ৫০০ টাকা এবং মেয়েদের সোয়েটার ৪০০-৫০০ টাকা দামে বিক্রি হচ্ছে।

এছাড়া শহরের বিভিন্ন স্থানে ভ্যানে করেও শীতের কাপড় বিক্রি করছেন হকাররা।

জেএইচ/ ওয়াই এ/এডিবি