NAVIGATION MENU

চাঁপাইয়ে সিএনজি-ট্রলির মুখোমুখি সংঘর্ষে নিহত ১


চাঁপাইনবাবগঞ্জে সিএনজি-ট্রলির মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন।

সোমবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় সোনা মসজিদ মহাসড়কের সত্রাজিতপুর ইউনিয়নের ফুলতলা মোড়ে এ দূর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি শ্যামপুরের গোপালনগর এলাকার হযরত আলীর ছেলে সাইফুল ইসলাম বকুল (৪০)।

প্রত্যাক্ষদশীরা জানায়, সোমবার ১২টায় শিবগঞ্জগামী সিএনজি ও শিবগঞ্জ হতে চাঁপাইনবাবগঞ্জগামী ধানবোঝাই ট্রলির মুখোমুখি সংঘর্ষে সাইফুল আহত হয় পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ হোসেন ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান, সাইফুলকে জরুরী বিভাগের ডাক্তার প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। সেখানে যাওয়ার পথে তিনি মারা যান।

জেএইচএম/ ওয়াই এ/এডিবি