ন্যাভিগেশন মেনু

চাঞ্চল্যকর তথ্য, আফগানিস্তানে বোমা বিস্ফোরণে আইএসআই জড়িত


এবার আফগানিস্তানের নানগারহার এলাকায়  বোমা বিস্ফোরণে আইএসআইয়ের জড়িত থাকার চাঞ্চল্যকর তথ্য প্রকাশিত হয়েছে।

আফগানিস্তানের সরকার তালেবান ও অন্যান্য সন্ত্রাসবাদী দলকে আফগানিস্তানের মানুষের বিরুদ্ধে অব্যাহত অপরাধের জন্য অভিযুক্ত করার পরেও নানগারহারে গাড়ি বোমা বিস্ফোরণে আইএসআই জড়িত থাকার খবর প্রকাশিত হয়েছে।

‘তালেবান ও অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠী একত্রিত হয়ে তাদের সন্ত্রাসবাদী তৎপরতা অব্যাহত রেখেছে। যেমন আজকের নানগারহারে সন্ত্রাসবাদী হামলার মতো প্রতিদিনই বেসামরিক মানুষকে হত্যা এবং জনসাধারণের অবকাঠামো ধ্বংস করে দেয়া হচ্ছে।’  রাষ্ট্রপতি প্যালেসের টোলো নিউজের বরাতে এ খবর প্রকাশিত হয়েছে।

আফগানিস্তান ইসলামিক প্রজাতন্ত্রের জাতীয় সুরক্ষা কাউন্সিলের আন্তর্জাতিক বিষয় ও আঞ্চলিক সহযোগিতা বিষয়ক ডিজি আহমদ সুজা টুইট করে জানিয়েছেন, ‘নানগারহারে তালেবানদের গাড়ি বোমায়  বহু হতাহত হয়েছে। শিশুদের চিত্রটি অত্যন্ত মারাত্মক। তালেবানদের সন্ত্রাসবাদের চিত্র নিত্য দিনের।  এই গোষ্ঠীটি নাগরিকদের জীবনকে প্রতিনিয়ত বিষিয়ে তুলেছে।  দর কষাকষির জন্য তারা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে।’

তিনি আরও বলেন,  ‘তালেবানরা স্বীকার করার সময় এসেছে যে তারা তথাকথিত ইসলামী সরকার গঠনের যে পন্থা অবলম্বন করেছে তা নৈতিকভাবে দেউলিয়াপনায় নিমজ্জিত। সন্ত্রাসবাদ ব্যবহার করে কখনো মানুষের উন্নয়ন করা যায় না।’

দেশটির একজন অধিবাসী বলেন, ‘কেবলমাত্র পাকিস্তানের কারণে আমরা আফগানবাসী আজ সন্ত্রাসের শিকার হচ্ছি। পাকিস্তান আফগানিস্তান নিয়ে একটি বিপজ্জনক খেলা খেলছে। আজ নানগারহার প্রদেশে একটি গাড়ি বোমা হামলায় কমপক্ষে ১৫ জন নিহত এবং ৩৪ জন আহত হয়েছে।’

শনিবার বিকেলে পূর্ব প্রদেশের নানগার প্রদেশের ঘনিখিল জেলায় জেলাশাসকের চত্বরের নিকটে একটি গাড়িবোমা বিস্ফোরণে কমপক্ষে ১৫ জন নিহত ও ৩০ জনেরও বেশি আহত হয়েছে, টোলো খবর জানিয়েছে।

আগস্টে জাতীয় সুরক্ষা অধিদফতর (এনডিএস) ঘোষণা করে, আফগান বাহিনীর একটি অভিযানে খুরসান প্রদেশের (আইএসকেপি) ইসলামিক স্টেটের প্রধান নেতা আবদুল্লাহ ওরাকজাই আফগান নিহত হয়েছেন।

আইএসআইএস খোরাসান শাখার গোয়েন্দা বিভাগের প্রধান হিসাবে আফগানিস্তানে কর্মরত পাকিস্তান বংশোদ্ভূত সন্ত্রাসী আসাদুল্লাহ এই মাসের প্রথম দিকে আফগান সুরক্ষা বাহিনীর একটি অভিযানে নিহত হয়েছিল।

এমআইআর/ এস এস