ন্যাভিগেশন মেনু

চাটমোহরের প্রতিমাশিল্পীরা ব্যস্ত সময় পার করছেন


অক্টোবর মাসের ১১ তারিখে ষষ্ঠী পূজার মধ্যদিয়ে শুরু হবে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দূর্গাপূজার আনুষ্ঠানিকতা। এ উপলক্ষে দূর্গা প্রতিমা তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন পাবনার চাটমোহরের মৃৎশিল্পীরা। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিমা সরবরাহের জন্য দিন-রাত পরিশ্রম করছেন তারা।

রবিবার (২৬ সেপ্টেম্বর) উপজেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, এবার চাটমোহরের ৫৫টি মন্ডপে দূর্গাপূজার প্রস্তুতি চলছে। গতবছর ৪৭টি মন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হয়েছিল।

চাটমোহর উপজেলার মধ্যে সবচেয়ে বেশি দূর্গা প্রতিমা তৈরি করেন বেলগাছি গ্রামের মৃৎশিল্পীরা। এছাড়া বোঁথর, মুলগ্রাম ও চাটমোহর পৌর সদরের বালুচর মহল্লার মৃৎশিল্পীরা প্রতিমা তৈরি করেন।

বোঁথর গ্রামের প্রতিমা শিল্পী সত্যেন চক্রবর্তী জানান, প্রায় ৩৫ বছর যাবত প্রতিমা তৈরির কাজ করে আসছেন তিনি। এ বছর ১৫টি প্রতিমা তৈরির কাজ পেয়েছেন। এ কাজে পরিবারের অন্য সদস্যরা ও তাকে সহায়তা করেন। আকার ভেদে প্রতিমার দাম ২০ হাজার টাকা থেকে প্রায় এক লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে। মাটি, বাঁশ, সুতলি, রঙ, চুল ও প্রতিমা সাজানোর গহনার দাম যে তুলনায় বেড়েছে সে তুলনায় প্রতিমার দাম বাড়েনি।

তিনি আরও জানান, ইতোমধ্যে অধিকাংশ প্রতিমায় মাটি লাগানোর কাজ শেষ করেছেন তারা। শীঘ্রই রঙ লাগানোর কাজ শুরু করবেন।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সহকারী অধ্যাপক অশোক চক্রবর্তী জানান, এ বছর চাটমোহর উপজেলার ৫৫টি মন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে মন্দিরগুলোতে দূর্গাপূজা উদযাপনের প্রস্ততি নেওয়া হচ্ছে। এ ব্যাপারে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।

আইকেআর/সিবি/এডিবি/