ন্যাভিগেশন মেনু

চাটমোহরে জোড়দহ বিলে মাছ ধরা উৎসব অনুষ্ঠিত


পাবনার চাটমোহরের হরিপুর ইউনিয়নের বেলুড়ি মৌজার জোড়দহ বিলে ঐতিহ্যবাহী মাছ ধরার উৎসব অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত বাউত (পলো দিয়ে মাছ ধরার উৎসব) উৎসব অনুষ্ঠিত হয়।

এ সময় সকালে চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর, আটঘরিয়া, পাবনা সদর, গুরুদাসপুর, বড়াইগ্রাম ও আশপাশ উপজেলার শত শত মানুষ জোড়দহ বিলে সমবেত হন।

হাত পলো, পাও পলো, নেট পলো, খেওয়া জাল, ঠেলা জাল, কারেন্ট জাল, ডোরা জাল, হাত খড়াসহ মাছ ধরার বিভিন্ন উপকরণ নিয়ে একযোগে মাছ শিকারে পানিতে নামেন তারা। সৌখিন মাছ শিকারীদের পাশাপাশি কৃষক, জেলে, ছাত্র, শিক্ষক, ব্যবসায়ী, চিকিৎসক বিভিন্ন পেশার মানুষ মাছ ধরতে আসেন এ বিলে।

পাবনার চাটমোহরের বোঁথর গ্রামের তয়াজ উদ্দিনের ছেলে রফিক, আটঘরিয়ার সরাবাড়িয়া গ্রামের নাসির উদ্দিন, পাবনা সদর উপজেলার মাহমুদপুর গ্রামের ইসমাইল হোসেনসহ অনেক মাছ শিকারী জানান, মাছ পাওয়া না পাওয়া বড় কথা নয়। আনন্দ উপভোগের জন্যও তারা মাছ ধরা উৎসবে অংশ নেন। বিলে পানি বেশি থাকায় এ উৎসবে তারা খুব বেশি মাছ পাননি বলেও জানান।

এ বিলে শোল, বোয়াল, জাপানি রুই, সিলভার কার্প, মিনার কার্প, বড় টাকিসহ বিাভন্ন প্রজাতির মাছ পওয়া যায় বলেও জানান তারা।

প্রসঙ্গত, প্রতি বছর বর্ষার পানি বিল থেকে নেমে যাওয়ার শেষ দিকে সাধারণত হেমন্ত কালে চাটমোহরের বিভিন্ন বিল নদীতে এমন উৎসব অনুষ্ঠিত হয়।

আই কে আর/ এস এ/এডিবি