ন্যাভিগেশন মেনু

চাটমোহরে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সেমিনার


পাবনার চাটমোহর উপজেলা পরিষদ সভাকক্ষে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৯ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈকত ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটমোহর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ মাস্টার।

এ ছাড়াও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক ফিরোজা পারভীন, সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিম, কৃষি কর্মকর্তা এ এ মাসুম বিল্লাহ, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম, শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান, হিসাবরক্ষণ কর্মকর্তা সিরাজুল ইসলাম, মথুরাপুর ইউপি চেয়ারম্যান সরদার আজিজুল হক, হরিপুর ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন, ডিবিগ্রাম ইউপি চেয়ারম্যান নবীর উদ্দিন মোল্লাসহ অন্যান্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বেসরকারি সংস্থার প্রতিনিধি এই সেমিনারে উপস্থিত ছিলেন।

বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা, অসচ্ছল ও প্রতিবন্ধী ভাতা, অনগ্রসর বেদে হিজড়া জনগোষ্ঠীর বিশেষ ভাতা, প্রতিবন্ধী বেদে, অনগ্রসর ও হিজড়া জনগোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি, কামার, কুমার, নাপিত, মুচি, বাঁশ-বেত ও কাসা-পিতলের পণ্য প্রস্ততকারীদের সামাজিক নিরাপত্তা বিষয়ক কর্মসূচি ও সাংবিধানিক অধিকার বাস্তবায়ন নিশ্চিতকরণসহ অন্যান্য বিষয় নিয়েও সেমিনারে আলোচনা হয়।

আইকেআর/এডিবি/