ন্যাভিগেশন মেনু

চাটমোহরে বছরে মাছ উৎপাদন হয় ১৪ হাজার ২২১ মে.টন


পাবনার চাটমোহরে প্রতি বছর ৯ হাজার ৫৩৭ হেক্টর জলায়তনে উৎপাদন হচ্ছে ১৪ হাজার ২২১ মেট্রিকটন মাছ। জনপ্রতি ৬০ গ্রাম হিসেবে চাটমোহরের মানুষের মাছের চাহিদা রয়েছে ৬ হাজার ৬২২ মেট্রিকটন। উদ্বৃত্ত ৭ হাজার ৫৯৯ মেট্রিকটন মাছ যাচ্ছে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায়।

চাটমোহরের নদ-নদী, খাল-বিল, পুকুরসহ অন্যান্য জলাশয়ে প্রচুর পরিমানে রুই, কাতলা, মৃগেল, শোল, টাকি, বোয়াল, পাবদা, টেংড়া, পুটি, চাঁদা, আইড়, গুজ্যা, বাইন, কাকিলা, খলিশা, ফাঁতাসি, রায়েক, তেলাপিয়া, কার্প জাতীয় মাছসহ ছোট বড় আরও বিভিন্ন রকম মাছ উৎপাদন হয়।

চাটমোহর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার অফিস সূত্রে জানা গেছে, চাটমোহরের ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকার মধ্যে সরকারি ১৮৬টি পুকুরে ৩৪৩ মেট্রিকটন, বেসরকারি ৪ হাজার ৩১২টি পুকুরে ৯ হাজার ২৫২ মেট্রিকটন মাছ উৎপাদন হয়। ৫টি নদীর ৯৮৩ হেক্টর জলায়তনে ৪৯৪ মেট্রিকটন, ২৪টি বিলের ১ হাজার ৮৭৬ হেক্টর জলায়তনে ১ হাজার ৬৬৪ মেট্রিকটন, ৪৮টি প্লাবনভূমির ৪ হাজার ৫২৬ হেক্টর জলায়তনে ২ হাজার ২৯৫ মেট্রিকটন, ২০টি বরোপিটের (রাস্তার পাশের লম্বাকৃতির জলাশয়) ২১ হেক্টর জলায়তনে ৭৫ মেট্রিকটন মাছ উৎপাদন হয়।

চাটমোহরে ২০৬ হেক্টর জলায়তনের ৭৮টি বাণিজ্যিক মৎস্য খামার রয়েছে। ধান ক্ষেতে মাছ চাষের ১০টি জলায়তনে ১৪ মেট্রিকটন মাছ উৎপাদন হয়। একটি গ্রুপ ০.০১৮ হেক্টর জলায়তনে খাচায় মাছ চাষ করে।

এ ছাড়া সরকারি ১ টি হ্যাচারিতে ৫৫ কেজি রেনু উৎপাদন হয়। ইউনিয়ন প্রকল্প সিবিজি’র সংখ্যা ৪টি। স্থায়ী/অস্থায়ী মৎস্য অভয়াশ্রম রয়েছে ৫টি। ৬৭ জন পোনা উৎপাদনকারী ১২৪.৬৭ হেক্টর আয়তনের ১৩২টি পুকুরে ৩৯৮.৬৬ লাখ পোনা উৎপাদন করেন। উদ্বৃত্ত ২৪৬.৪১ লাখ পোনা চাটমোহরের বাইরের মৎস্য খামারিরা কিনে নেন।

চাটমোহর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শরিফুল ইসলাম জানান, মাছ চাষ সম্প্রসারণের লক্ষ্যে ২০১৯-২০২০ অর্থ বছরে ৪৫০ জন মাছচাষীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ২০২০-২০২১ অর্থ বছরে উন্মুক্ত জলাশয়ে ৪৫৫ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়। নিমগাছী সমাজভিত্তিক মৎস্য চাষ নীতিমালাভূক্ত ১০০টি পুকুরে ৬৪টি সুফলভোগী দলের ৭৮৭ জন ৬৬.৪০ হেক্টর জমিতে মৎস্য চাষ করে মাছের উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা রাখছেন। মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তিসেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়), ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম (ফেজ-২), রাজশাহী বিভাগে মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্প, জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্প চলমান রয়েছে।

তিনি আরও জানান, চাটমোহরে মোট ৫ হাজার ৯০ জন নিবন্ধিত জেলে রয়েছে। ৫৯টি মৎসজীবী সমিতি আছে। সিআইজি (কমন ইন্টারেস্ট গ্রুপ) ভূক্ত মৎস্যচাষী সমিতির সংখ্যা ২২টি। মোট পুকুর রয়েছে ৩ হাজার ৭০৫টি। মাছ চাষ সম্প্রসারণের লক্ষ্যে প্রদর্শনী বাস্তবায়ন করা হচ্ছে। দেশি প্রজাতির শিং, মাগুর, গুলশা, পাবদা মাছ চাষ সম্প্রসারণের লক্ষ্যে মানুষকে উদ্বুদ্ধ করা হচ্ছে। সব মিলিয়ে চাটমোহরের নদ-নদী, বিল, বদ্ধ পুকুরসহ অন্যান্য জলাভূমিতে দেশের অনেক এলাকার চেয়ে বেশি পরিমান মাছ উৎপাদন হচ্ছে যা মানুষের আমিষের ঘাটতি পূরণে সহায়ক ভূমিকা রাখছে।

আইকেআর/এসএ/এডিবি/