ন্যাভিগেশন মেনু

চাটমোহরে ১৪ বছরে ২৭৯ কোটি টাকার উন্নয়ন


পাবনার চাটমোহরে ২০০৮ থেকে ২০২১ অর্থবছর পর্যন্ত ব্যাপক উন্নয়ন হয়েছে। উপজেলা প্রকৌশলীর দপ্তরের মাধ্যমে এসব উন্নয়ন কাজে প্রায় ২৭৯ কোটি টাকা ব্যয় করা হয়েছে।

উন্নয়নমূলক কাজের মধ্যে রয়েছে - মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ, স্মৃতিস্তম্ভ নির্মাণ, অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের বাসস্থান নির্মাণ, উপজেলা কমপ্লেক্স ভবনসহ হলরুম নির্মাণ, বিভিন্ন ইউনিয়নে রাস্তা উন্নয়ন, জিওবি অর্থায়নে রাস্তা মেরামত, ব্রিজ কালভার্ট নির্মাণ, প্রাথমিক বিদ্যালয়, বাজার, ইউনিয়ন কমপ্লেক্স ভবন নির্মাণ, খাল খনন ও এডিপির প্রকল্প।

সম্প্রতি অনুষ্ঠিত উন্নয়ন মেলায় চাটমোহর উপজেলা প্রকৌশল দপ্তর এ তথ্য উপস্থাপন করেন।

উপজেলা প্রকৌশলী রাজু আহম্মেদ জানান, ২০০৮ সাল থেকে ২০২১ অর্থবছরে চাটমোহর উপজেলা প্রকৌশলীর দপ্তরের মাধ্যমে ২ কোটি টাকা ব্যয়ে একটি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, ০.২০ কোটি টাকা ব্যয়ে একটি মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ, ০.১৬ কোটি টাকা ব্যয়ে দুইটি অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের বাসস্থান, ৪.৫০ কোটি টাকা ব্যয়ে উপজেলা কমপ্লেক্স ভবনসহ হলরুম নির্মাণ করা হয়েছে। ১১৭ কোটি টাকা ব্যয়ে চাটমোহর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২৪১টি (১৯৫ কিলোমিটার) রাস্তার ১৮৯ কিলোমিটার উন্নয়ন কাজ শেষ হয়েছে এবং ৬ কিলোমিটার রাস্তা উন্নয়ন কাজ চলমান রয়েছে।

তিনি আরও জানান, ৫০ কোটি টাকা ব্যয়ে জিওবির অর্থায়নে রাস্তা মেরামত প্রকল্পের অধীনে ৪৬টি রাস্তার ১০০ কিলোমিটারের মধ্যে ৯৪ কিলোমিটার মেরামত কাজ সম্পন্ন হয়েছে এবং ৬ কিলোমিটার রাস্তা মেরামত কাজ চলমান রয়েছে। ২৭ কোটি টাকা ব্যয়ে ১৮টি (৫৫০ মিটার) ব্রিজ কালভার্ট নির্মাণ কাজের মধ্যে ১৫টির কাজ সমাপ্ত হয়েছে এবং তিনটির নির্মাণ কাজ চলমান রয়েছে। ৫০ কোটি টাকা ব্যয়ে ৬১টি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ কাজের মধ্যে ৪২টির কাজ শেষ হয়েছে এবং ১৯টির নির্মাণ কাজ চলমান রয়েছে। ৫ কোটি টাকা ব্যয়ে ১১টি মার্কেট নির্মাণ কাজের মধ্যে ৮টির কাজ শেষ হয়েছে এবং ৩টির নির্মাণ কাজ চলমান রয়েছে। ৬ কোটি টাকা ব্যয়ে ১৮টি (১১ কিলোমিটার) খাল খনন কাজ শেষ হয়েছে। ৭ কোটি টাকা ব্যয়ে ১১ টি ইউনিয়ন কমপ্লেক্স ভবন নির্মিত হয়েছে। এ ছাড়া এডিপির ১০ কোটি টাকা ব্যয়ে ২৬০টি প্রকল্পের মধ্যে ২৩৭টি প্রকল্পের কাজ শেষ হয়েছে এবং ২৩টির কাজ চলমান রয়েছে।

চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সৈকত ইসলাম জানান, কেবলমাত্র উপজেলা প্রকৌশলীর দপ্তরের মাধ্যমে প্রায় ২৭৯ কোটি টাকার উন্নয়ন কাজ হওয়াকে ব্যাপক উন্নয়ন কাজ বলা যেতে পারে। অন্যান্য দপ্তরের মাধ্যমে আরও অনেক উন্নয়ন কাজ হয়েছে। এটি চাটমোহরের জন্য একটি ভালো খবর। বর্তমান সরকারের সময়ে চাটমোহর উপজেলাব্যাপী ব্যপক পরিসরে উন্নয়ন কাজ হচ্ছে। চাটমোহরবাসী এর সুফল পাচ্ছে।

আইকেআর/এসএ/এডিবি/