ন্যাভিগেশন মেনু

চাপ নেই রাজধানীর বাস টার্মিনালগুলোতে


ঈদুল আযহা আর মাত্র দুদিন বাকী থাকলেও রাজধানীর দূরপাল্লার বাস টার্মিনালগুলোতে ঈদে বাড়ি ফেরা মানুষের কোন বাড়তি চাপ লক্ষ্য করা যাচ্ছে না। ফলে মহাসড়কগুলোতে কোন যানজটের খবরও নেই।

পরিবহণ সংশ্লিষ্টরা বলছেন, করোনা ও বন্যা পরিস্থিতির কারণে ঘরমুখো মানুষের চাপ কম। তাছাড়া অনেকেই ঈদের ছুটি কম থাকায় বাড়িতে যাচ্ছেন না, তাই বাস টার্মিনালগুলো প্রায় ফাঁকা।

অন্য ঈদে এ সময় কাউন্টার থেকে কয়েকটি রুটে ছেড়ে যেতো শতাধিক বাস। এবার সেসব কাউন্টারে এখনও নেই পর্যাপ্ত যাত্রী। অনেকটা অলস সময় কাটছে টিকিট বিক্রেতাদের। এমনকি কিছু বাস কাউন্টার খোলাই হয়নি।

অন্যদিকে যাত্রী কমায় বাসের সংখ্যাও কমিয়েছেন পরিবহন মালিকেরা। যাত্রীর কম থাকায় বাস ছাড়তেও দেরি হচ্ছে। ফলে যারা বাস ধরতে আসছেন, তাদের দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকতে হচ্ছে।

পরিবহণ কর্তৃপক্ষ বলছে, প্রতিদিন দেড়শ' বাস ছেড়ে গেলেও, এবার ঈদে পঞ্চাশটি বাসের যাত্রীও পাওয়া যাচ্ছে না। তবে, বৃহস্পতিবার থেকে টার্মিনালগুলোতে যাত্রীচাপ কিছুটা বাড়তে পারে বলে ধারণা করছেন তারা।

সরেজমিনে গাবতলী ও মহাখালী আন্তজেলা বাস টার্মিনালে গিয়ে বাড়তি কোন ভীড় লক্ষ্য করা যায়নি। পরিবহন ব্যবসায়ীরা বলছেন, অন্য বছর এই সময়ে বাস টার্মিনালে দাঁড়ানোর জায়গা থাকতেআ না।আর এবার যাত্রীই পাওয়া যাচ্ছে না।

সরকারি নির্দেশনা অনুযায়ী, বাসের মোট আসনসংখ্যার অর্ধেক যাত্রী পরিবহন করছেন বাসমালিকেরা। তবে অর্ধেকসংখ্যক যাত্রীও হচ্ছে না। যাত্রী না থাকায় ঈদের অগ্রিম টিকিটও বিক্রি নেই।

এডিবি/