ন্যাভিগেশন মেনু

চামড়া সংগ্রহে প্রস্তুত চট্টগ্রামের আড়তদার ও মাদ্রাসা কর্তৃপক্ষ


চট্টগ্রামে কোরবানির দিন পশুর চামড়া সংগ্রহের লক্ষ্যে প্রস্তুত আড়তদার ও বিভিন্ন মাদ্রাসা কর্তৃপক্ষ। 

চট্টগ্রামের আড়তদাররা চার লাখের বেশি চামড়া সংগ্রহের লক্ষ্যে প্রয়োজনীয় লবণ মজুদসহ জনবল ঠিক করেছেন। অন্যদিকে চামড়ায় লবণ দিয়ে সংরক্ষণের প্রস্তুতি নিচ্ছে মাদ্রাসা কর্তৃপক্ষও। 

বৃহত্তর চট্টগ্রাম কাঁচা চামড়া আড়তদার সমবায় সমিতির সভাপতি আবদুল কাদের জানান, সমিতির ১১২ জন সদস্যের বাইরে আরও দেড়শ’ জন ব্যবসায়ী কোরবানির চামড়া কিনে লবণ দিয়ে সংরক্ষণের প্রস্তুতি সম্পন্ন করেছেন। আমাদের হিসাবে চার লাখের বেশি কোরবানির পশুর চামড়ায় লবণ দিতে পারবো।

সমিতির সাধারণ সম্পাদক খোরশিদ আলম জানান, গরমের সময় কাঁচা চামড়া দ্রুত লবণ না দিলে নষ্ট হয়ে যায়। চামড়া ধুয়ে পরিমাণ মতো লবণ দিলে ৩ মাস টিকবে। না ধুয়ে লবণ দিলে দেড় মাসের মধ্যে ট্যানারিতে পাঠিয়ে দিতে হবে। এখন মৌসুমি ব্যবসায়ীরা যদি বেশি দামের জন্য রাতভর চামড়া নিয়ে সড়কে বসে থাকেন তাহলে পরদিন ওই চামড়া কে কিনবে?

তিনি মৌসুমি ব্যবসায়ীদের চামড়া পরিমাপের হিসাব, ট্যানারির নির্ধারিত মূল্য, আড়তদার চামড়া কেনার পর পরিষ্কার করা, লবণ দেওয়া, পরিচর্যা, লাভ ইত্যাদি হিসাব করেই কোরবানিদাতাদের কাছ থেকে চামড়া কেনার পরামর্শ দেন।

সিবি/এডিবি