ন্যাভিগেশন মেনু

চামড়া সংগ্রহ ও সংরক্ষণ মনিটরিং করবে ভোক্তা অধিকার অধিদপ্তর


চট্টগ্রামে ঈদের দিন হতে চামড়া সংগ্রহ ও সংরক্ষণের বিষয়টি নিবিড় পর্যবেক্ষণ করবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে এ কার্যক্রম পরিচালনা করা হবে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান জানান, কোরবানির পশুর চামড়া সঠিকভাবে সংগ্রহ ও সংরক্ষণের বিষয়ে নগরের আতুরার ডিপো এলাকার চামড়ার আড়তগুলো আমরা পরিদর্শন করেছি। চামড়া ব্যবসায়ীদের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের দেওয়া, সঠিক উপায়ে চামড়া সংরক্ষণের নির্দেশনা সম্বলিত লিফলেট বিতরণ করেছি। একই এলাকার পাইকারি লবণ বিক্রেতা প্রতিষ্ঠান পরিদর্শন করেছি।

কোরবানির পশুর চামড়া সংক্রান্ত কোন অভিযোগ থাকলে তা অধিদফতরের হটলাইন নম্বরে (১৬১২১) জানাতে পারবেন সংশ্লিষ্টরা।

চট্টগ্রামের একমাত্র ট্যানারি রিফ লেদার লিমিটেডের পরিচালক মোহাম্মদ মোখলেসুর রহমান বলেন, প্রতিবছর কোরবানির মৌসুমে লক্ষাধিক চামড়া সংগ্রহ করি আমরা। কিন্তু করোনার কারণে বিশ্বজুড়ে চাহিদা কমে যাওয়ায় এবং গত বছরের চামড়া মজুদ থাকায় আমরা এবার ৫০ হাজার চামড়া কিনবো।

সিবি/ এডিবি