ন্যাভিগেশন মেনু

চারদিন পর উদ্ধার হলো নববধুর মরদেহ


রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবির চারদিন পর অবশেষে আজ সোমবার নদীতে ভেসে উঠলো নববধূ সুইটির মরদেহ। এনিয়ে রাজশাহীর শ্রীরামপুরে নৌকাডুবির ঘটনায় ৯ জনের মরদেহ উদ্ধার করা হলো।

সোমবার (৯ মার্চ) ভোরে শাহাপুর ঘাটে মরদেহটি ভেসে উঠলে জেলেরা উদ্ধার করেন।

সোমবার ভোরে নৌকাডুবির স্থান থেকে অন্তত ১০ কিলোমিটার দুরে শাহাপুর ঘাট এলাকায় সুইটির মরদেহ ভেসে উঠে।

উদ্ধার ও অনুসন্ধান দলের সমন্বয়কারী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু আসলাম জানান, ভোর সাড়ে ৬টার দিকে সুইটির মরদেহ জেলেদের জালে ধরা পড়ে। এই মরদেহ উদ্ধারের মধ্য দিয়ে নিখোঁজ সবার মরদেহই পাওয়া গেলো।

গত শুক্রবার সন্ধ্যায় বৌভাতের অনুষ্ঠান শেষে ফেরার পথে শ্রীরামপুর এলাকায় ৪১ জন বরযাত্রী নিয়ে দুটি নৌকা ডুবে যায়। এদের মধ্যে বালুবাহী একটি নৌকায় সাঁতরে ৩৩ জন উঠতে পারলেও ৮জন নিখোঁজ ছিলেন। এদের মধ্যে অসুস্থ অবস্থায় ৭ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নেওয়া হলে ৬ বছরের শিশু মরিয়ম মারা যায়।

পরে নিখোঁজ ৮ জনের মধ্যে গত শনিবার ও রোববার ৭ জনের মরদেহ উদ্ধার করা হয়। শুধুমাত্র নববধূর নিখোঁজ রয়ে যায়। 

অন্য যারা মারা গেছেন তারা হলেন - কনে সুইটির বড় বোন শাহীনুর বেগমের স্বামী রতন আলী (৩০), তাদের মেয়ে মরিয়ম খাতুন (৬), চাচা শামীম হোসেন (৩৫), চাচি শামীমের স্ত্রী মনি খাতুন (৩০), চাচাতো বোন মদিনা ওরফে রশ্মি (৮) ও খালাতো ভাই এখলাস আলী (২২) , ফুপাতো বোন রুবাইয়া (১২) ও খালা আখি (২২)।

এডিবি/