ন্যাভিগেশন মেনু

চাষী নজরুল ইসলামের স্ত্রী জ্যোৎস্না কাজী আর নেই


চলে গেলেন বাংলা চলচ্চিত্রের গুনী পরিচালক চাষী নজরুল ইসলামের সহধর্মিণী ও লেখিকা জ্যোৎস্না কাজী।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান।

তিনি বলেন, জ্যোৎস্না ভাবি অনেকদিন ধরে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপসহ নানা রোগে ভুগছিলেন।  আজ আমাদের ছেড়ে চলে গেলেন। ওনার আত্মার শান্তি কামনা করছি।

চাষী নজরুলের সহধর্মীনির মৃত্যুতে শোক প্রকাশ করে সমবেদনা প্রকাশ করেছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি।

প্রসঙ্গত ২০১৮ সালে ২৫ মার্চ চাষী নজরুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে ‘টাটানগর থেকে বিএফডিসি’ শীর্ষক বইটি রচনা করেন তার স্ত্রী জোৎস্না কাজী।

চাষী নজরুল ইসলাম  ২০১৫ সালের ১১ জানুয়ারি মারা যান।

ওআ/