ন্যাভিগেশন মেনু

চিকিৎসক ও সাংবাদিকদের নিরাপত্তা সরঞ্জাম দিলেন মাশরাফি


নড়াইল থেকে সংবাদদাতা

নড়াইলের সিভিল সার্জন ডা. এম এ মোমিনের কাছে চিকিৎসক ও সাংবাদিকদের  জন্য নিরাপত্তা সরঞ্জাম প্রদান করলেন মাশরাফি বিন  মোর্তজা।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে এ সকল সামগ্রি প্রদান করেন মাশরাফির বাবা গোলাম মোর্তজা শ্বপন।

এ বিষয়ে নড়াইল সদর হাসপাতালের আর এমও এবং কুইক রেসপন্স টিমের ফোকাল পার্সন ডা. মশিউর রহমান বাবু বলেন, ‘সরকারী সরঞ্জাম পর্যাপ্ত না হওয়ায় চিকিৎসক আর নার্স একটু ভীত অবস্থায় ছিলেন, এমপি সাহেবের ব্যক্তিগত এই সকল সামগ্রী আমাদের আরও উজ্জিবীত করলো।’

গোলাম মোর্তজা শ্বপন বলেন, ‘চিকিৎসা কাজের জন্য তাদেরযে পরিমান সসরঞ্জাম লাগবে তাই প্রদান করা হবে এমন কথাই অমাদের মাশরাফির। মাশরাফির ব্যক্তিগত টাকায় এগুলো করতে পেরে  খুশী পরিবারের লোকেরা।’ 

সিভিল সার্জন সূত্রে জানা গেছে, ১৫৬ টি গাউন ও হেডসেডার, ১২০ টি মাস্ক, এক হাজার গ্লাভস, হ্যান্ড সেনিটাইজারসহ নানা ধরনের সামগ্রীর প্রথম অংশ  ক্যাপ্টেন মাশরাফির বাবার কাছ থেকে আজ হস্তান্তর করা হয়েছে। বাকি আরো কিছু আগামী দু-এক  দিনের মধ্যেই পাওয়া যাবে।

এমআইআর/ ওআ