ন্যাভিগেশন মেনু

নারী নির্যাতন ও যৌতুক মামলার পুনঃতদন্তের দাবিতে সংবাদ সম্মেলন


একই বিষয়ে একই প্রশাসন দুই ধরনের প্রতিবেদন দেওয়ায় আরেকটি নিরপেক্ষ ও প্রযুক্তিনির্ভর তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন ও ঘটনার পিছনে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার জগন্নাথপুরের মাওলানা আব্দুর রাজ্জাকের মেয়ে মোছাঃ মুর্শিদা খানম।

সোমবার (৩০ নভেম্বর) দিনাজপুর প্রেসক্লাবে পুলিশের এই রিপোর্ট প্রদানের প্রতিবাদে তিনি সংবাদ সম্মেলন করেন।

তিনি বলেন, ‘বর্তমানে আমাদের নারী বান্ধব সরকার যেখানে নারীদের সুরক্ষার জন্য বিভিন্ন আইন প্রনয়ন ও প্রয়োগ করছে সেখানে একজন প্রতারক শাহ্ তোফাজ্জল আলী পুলিশের তদন্তকারী অফিসার মোঃ রবিউল ইসলাম বি, পি-৮১০০০৫৭ এস, আই (নিরস্ত্র) সিআইডি দিনাজপুরকে অর্থের বিনিময়ে একটি ভুয়া ও কাল্পনিক মামলার রিপোর্ট নিজের পক্ষে নিয়ে আমার পরিবারসহ আত্মীয় স্বজনকে সমাজে চরমভাবে হেনস্থা করেছে ও চরম ভোগান্তির মধ্যে ফেলেছে।’

তাই আমি প্রশাসন তথা সিআইডির উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন করছি, যেহেতু একই বিষয় নিয়ে একই প্রশাসনের দুই ধরনের প্রতিবেদন দিয়েছে, তাই আরেকটি নিরপেক্ষ ও প্রযুক্তি নির্ভর তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন ও ঘটনার পিছনে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি।

এম এ এস/এমআইআর/এডিবি