ন্যাভিগেশন মেনু

চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন মমতা


অনেকটাই সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে আপাতত হাঁটাচলা করতে পারবেন না তিনি।

শুক্রবার (১২ মার্চ) সন্ধ্যায় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ছাড়পত্র দেয়।

চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক কন্ডিশন যা আছে তাতে আগামী রবি বা সোমবার তাকে ছাড়পত্র দেওয়া হতে পারে । কিন্তু শুক্রবার সন্ধ্যায়ই হাসপাতাল থেকে ছাড়া পেলেন তিনি।

চিকিৎসকরা বলেন, আরও দুটো দিন থাকলে ভালো হতো কিন্তু নিজেই বাড়ি যেতে চাইছেন মুখ্যমন্ত্রী। ফলে এদিন দুপুরে তার শারীরিক পরিস্থিতি নিয়ে ৯ সদস্যের মেডিক্যাল বোর্ড বসে। এরপরেই মুখ্যমন্ত্রীকে হাসপাতাল থেকে ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রীর পায়ের প্লাস্টার খুলে দেওয়া হয়েছে। তাকে মেডিক্যাল জুতো ব্যবহার করতে বলা হয়েছে। তবে মমতা বন্দোপাধ্যায় জুতো ব্যবহার করেন না। তাই তার বদলে বিশেষ ধরনের চপ্পল ব্যবহারের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

মমতার পায়ে পায়ের পাতায় চিড় আছে। লিগামেন্ট ও টিস্যুতেও চোট লেগেছে তার। ডানদিকের কাঁধে ও হাতের কব্জিতে চোট রয়েছে। ঘটনার পর থেকে তিনি ট্রমার মধ্যে ছিলেন। সেদিন বুকে ব্যথা ও শ্বাসকষ্ট অনুভব করছিলেন। এই ধরনের চোট সাধারণত দেড় থেকে দুই মাস বিশ্রামে থাকার প্রয়োজন পড়ে।

সিবি/এডিবি