ন্যাভিগেশন মেনু

পাবনায় উৎসব মুখোর পরিবেশে মহান বিজয় দিবস পালন


পাবনায় উৎসব মুখোর পরিবেশে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। লাল সবুজ পতাকা নিয়ে মুখে বিজয়ের গান আর ব্যানার, ফুলের তোরা হাতে শহীদ বেদীতে নবীন, প্রবীণ আর শিশুরা বিজয়ের আনন্দে মুখরিত ছিল।

বুধবার (১৬ ডিসেম্বর) সকাল থেকে পাবনার সকল শ্রেণী পেশার মানুষ, সাংস্কৃতি কর্মী, লেখক, সাংবাদিক, রাজনৈতিক নেতাকর্মীরা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা দলে দলে শহীদ স্মরণে নির্মত ‘দূর্জয় পাবনা’য় সমাবেত হয়।

পাবনা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, বিএনপি, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা প্রেসক্লাব, পাবনা রিপোর্টার্স ইউনিটি, পাবনা সংবাদপত্র পরিষদ, নাট্য সংগঠন পাবনা ড্রামা সার্কেল, সম্মিলিত সাংকৃতিক জোটসহ বিভিন্ন সংগঠন বিজয় র‍্যালি, শহীদ স্মরণে নির্মত “দূর্জয় পাবনায় পুষ্পমাল্য অর্পন করেন।

পরে আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের সংর্বধনা, মুক্তিযুদ্ধের কবিতা আবৃতি ও স্বাধীন বাংলা বেতারের গান পরিবেশন, রক্তদান ও বিশেষ মোনাজাতসহ দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালন করা হয়।

কে এস/এস এ/ওআ