ন্যাভিগেশন মেনু

চিনের সিনোফার্মের টিকা উৎপাদন করবে ইনসেপটা


অবশেষে দেশেই উৎপাদন করা হবে করোনাভাইরাসের টিকা। দেশিয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইনসেপটাকে চিনের সিনোফার্মের টিকা উৎপাদন করার অনুমতি দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।

রবিবার (১৬ মে) বিকেলে সংবাদমাধ্যমকে এ বিষয়টি জানিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।

অধিদপ্তরের মহাপরিচালক মাহবুবুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, উৎপাদনে সক্ষমতা আছে এমন তিন-চারটি কোম্পানি আমাদের কাছে আবেদন করেছিল। আমরা বিভিন্ন খুঁটিনাটি বিষয় দেখে ইনসেপটাকে টিকা উৎপাদনের অনুমতি দিয়েছি। এ মাসেই তারা কাজ শুরু করবে।

এ ব্যাপারে সোমবার (১৭ মে) সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হবে বলে জানান তিনি।

এডিবি/