ন্যাভিগেশন মেনু

মহেশপুর সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় গ্রেপ্তার ২৭


করোনা মহামারির মধ্যে ঝিনাইদহের মহেশপুর সীমান্তের মাটিলা ও সামন্তা দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ২৭ জনকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১০ মে) ভোরে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা নিজেদের বাংলাদেশি বলে দাবি করছেন। তাদের বাড়ি খুলনা, বরিশাল, বাগেরহাটসহ দেশের বিভিন্ন জেলায় বলে জানা যায়।

মহেশপুর বিজিবি ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল কামরুল আহসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অবৈধ অনুপ্রবেশে করেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাটিলা সীমান্ত থেকে ১৯ জন ও সামন্তা এলাকা থেকে ৮ জনকে আটক করা হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় মহেশপুর থানায় পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১) (গ) ধারায় আইনে তাদের নামে মামলা হয়েছে। বিকেলে আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হবে।

ওয়াই এ/এডিবি/