ন্যাভিগেশন মেনু

চিন থেকে আসছে মেডিকেল সরঞ্জাম


করোনা মোকাবেলায় ২৬ মার্চ চিন থেকে ২য় ধাপে বাংলাদেশে আসছে মেডিকেল সরঞ্জাম। ১০ হাজার টেস্ট কিট, প্রথম সারির ডাক্তারদের জন্য ১০ হাজার পিপিই এবং ১ হাজার থার্মোমিটারসহ চিন সরকারের একটি বিশেষ ফ্লাইট ঢাকায় পৌঁছবে।

মঙ্গলবার (২৪ মার্চ) ঢাকাস্থ চিনা দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

চিনা কমিউিনিস্ট পার্টি থেকেও বাংলাদেশে মেডিকেল সামগ্রী আসছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

এছাড়া, চিন থেকে পাঠানো শুভেচ্ছামূলক এসব সরঞ্জামের সঙ্গে থাকছে বিভিন্ন শুভেচ্ছা বাণীও। বাণীটি প্রত্যেকটি সরঞ্জামের গায়েই চিনা এবং বাংলা উভয় ভাষাতেই লেখা আছে। আর সেটা হচ্ছে, ‘ভালোবাসার নৌকা পাহাড় বাইয়া চলে।’

গত সপ্তাহে বাংলাদেশকে এসব মেডিকেল সরঞ্জাম পাঠানোর ঘোষণা দেন চিন প্রেসিডেন্ট শি জিনপিং।

এমআইআর/এডিবি