ন্যাভিগেশন মেনু

চিন থেকে ৫ কোটি ডোজ টিকা কেনার পরিকল্পনা: স্বাস্থ্যমন্ত্রী


প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে চিন থেকে ৪ থেকে ৫ কোটি ডোজ টিকা কেনার পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

মঙ্গলবার (১১ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় নেপালকে করোনা সামগ্রী উপহার দেওয়ার অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক এ কথা বলেন।

এসময় মন্ত্রী বলেন, ‘প্রতিবেশী দেশ ভারতে করোনায় মৃত্যু বেড়েছে। জনগণের সচেতনতার সঙ্গে সরকারি দিক নিদের্শনা বাড়াতে হবে। কোনো রাষ্ট্র বা দেশ এ অতিমারি থেকে একা বের হয়ে আসতে পারবে না। ধনী রাষ্ট্র ভ্যাকসিন পাবে, গরিব রাষ্ট্র পাবে না, তা হতে পারে না।’

তিনি বলেন, ‘বাংলাদেশে ভ্যাকসিন ট্রায়ালের খরচ আমাদেরকেই দিতে বলেছিল চিন, যেটা পৃথিবীতে বিরল। কিন্তু তখনই বাংলাদেশ জানিয়ে রেখেছিল পরবর্তীতে তাদের থেকে টিকা কেনা হবে।’

এসময় পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেনও উপস্থিত ছিলেন।

এক প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমাদের পররাষ্ট্র নীতি, আমরাই ঠিক করবো, চিনা রাষ্ট্রদূত কি বললো সেটাকে আমরা গুরুত্ব দিচ্ছি না।’

নেপালের করোনা অবস্থার অবনতি হওয়ায় আক্রান্তদের জন্য মেডিক্যাল সামগ্রী ঢাকাস্থ নেপালি রাষ্ট্রদূত ড. বংশিধর মিশ্রের হাতে  তুলে দেন পররাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী।

উল্লেখ্য, বাংলাদেশে নিযুক্ত চিনা রাষ্ট্রদূত লি জিমিং সোমবার (১০ মে) একটি ভার্চুয়াল সংলাপ  অনুষ্ঠনে বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক জোট কোয়াডে যুক্ত হলে খারাপ হবে চিন বাংলাদেশ সম্পর্ক। যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও ভারত এ জোটের সদস্য।

ওআ/