ন্যাভিগেশন মেনু

চীনা পররাষ্ট্রমন্ত্রীর আফ্রিকা সফর চীন-আফ্রিকা ঐতিহ্যবাহী বন্ধুত্বের প্রতীক: মুখপাত্র


মঙ্গলবার (১০ জানুয়ারি) চীনের পররাষ্ট্রমন্ত্রী ছিন কাং সাতদিনব্যাপী আফ্রিকা সফরের লক্ষ্যে ইথিওপিয়ায় পৌঁছেছেন। টানা ৩৩ বছরের মধ্যে এই প্রথম কোনও চীনা পররাষ্ট্রমন্ত্রী নতুন বছরের শুরুতে প্রথমে আফ্রিকা সফর করছেন, যা দু’পক্ষের ঐতিহ্যবাহী বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর চীনের গুরুত্বারোপের প্রতিফলন।

বুধবার জানুয়ারি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন বেইজিংয়ে নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে এ-কথা জানান।

সাংবাদিক সম্মেলনে ওয়াং ওয়েন বিন বলেন, ইথিওপিয়া আফ্রিকার প্রভাবশালী বড় দেশ এবং আফ্রিকায় চীনের সার্বিক সহযোগী অংশীদার। পাশাপাশি দেশটি ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগের গুরুত্বপূর্ণ সদস্য। চীনা পররাষ্ট্রমন্ত্রীর নতুন বছরের প্রথম সফরে ইথিওপিয়া গেছেন। যা দু’দেশের ঘনিষ্ঠ বন্ধুত্বের প্রতিফলন। বর্তমানে চীন ও ইথিওপিয়ার রাজনৈতিক আস্থা দৃঢ় হয়েছে। উচ্চপর্যায়ের বিনিময় জোরদার হয়েছে। দু’দেশ আর্থ-বাণিজ্যিক বিনিয়োগ, কাঠামোগত ব্যবস্থা, স্বাস্থ্য ও সংক্রমণ প্রতিরোধ এবং শান্তি ও নিরাপত্তাসহ নানা ক্ষেত্রে ফলপ্রসূ সহযোগিতা চালিয়েছে।

ওয়াং ওয়েন বিন আরও বলেন, পররাষ্ট্রমন্ত্রী ছিন কাংয়ের সফরের লক্ষ্য- দু’দেশের সম্পর্ক নিয়ে শীর্ষনেতার মতৈক্য বাস্তবায়ন করা, ঐতিহ্যবাহী মৈত্রী সুসংবদ্ধ করা, রাজনৈতিক আস্থা গভীর করা, উন্নয়নকৌশল সংযুক্ত করা এবং দু’দেশের সার্বিক কৌশলগত সহযোগী অংশীদারি সম্পর্ক সম্প্রসারণ করা। -সূত্র: সিএমজি