ন্যাভিগেশন মেনু

চীনের অর্থনীতি নিয়ে আশাবাদী আন্তর্জাতিক বিশেষজ্ঞরা


দাভোস বিশ্ব অর্থনীতি ফোরামের ২০২৩ সালের বার্ষিক সম্মেলনে অংশগ্রহণকারী আন্তর্জাতিক বিশেষজ্ঞরা চীনের অর্থনীতি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। তাঁরা বলেছেন, চীন বিশ্বের অর্থনীতির প্রবৃদ্ধিতে বরাবরের মতোই ইতিবাচক শক্তি যুগিয়ে যাবে। 

বিশ্ব অর্থনীতি ফোরামের নির্বাহী পরিচালক জেরেমি জার্গেন্স চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-কে দেওয়া সাক্ষাত্কারে বলেছেন, চীনের সাথে বিশ্বের অন্যান্য দেশের বাণিজ্যিক সম্পর্ক খুব শক্তিশালী। তাই, চীনের মহামারী প্রতিরোধনীতিতে পরিবর্তনের ইতিবাচক প্রভাব সারা বিশ্বে অনুভূত হবে। বিশ্বের সরবরাহচেইন সমস্যা প্রশমনেও এটি সহায়ক হবে।

অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী কেভিন মাইকেল রাড বলেছেন, চলতি বছর চীনের অর্থনীতিতে স্থিতিশীল প্রবৃদ্ধি অর্জিত হবে। বৈশ্বিক অর্থনীতির উন্নয়নে এর শক্তিশালী ইতিবাচক প্রভাব দেখা যাবে। 

তিনি আরও বলেন, বর্তমানে বিশ্বের অর্থনীতির প্রবৃদ্ধি চ্যালেঞ্জের মুখোমুখি; ইউরোপের অর্থনীতিও হ্রাস পাচ্ছে; যুক্তরাষ্ট্রের অর্থনীতির ভবিষ্যত্ এখনও স্পষ্ট নয়। এ অবস্থায়, যদি চীনের অর্থনীতি ২০২৩ সালে আশানুরূপ বৃদ্ধি পায়, তাহলে তা বিশ্বের অর্থনীতির প্রবৃদ্ধি বাড়াতে সহায়ক হবে। - সূত্র: সিএমজি