ন্যাভিগেশন মেনু

চীনের তৈরি প্রথম বাণিজ্যিক উড়োজাহাজের উড্ডয়ন নিরাপত্তা পরীক্ষা সম্পন্ন


সফলতার সঙ্গে উড্ডয়ন নিরাপত্তা পরীক্ষা সম্পন্ন করেছে বাণিজ্যিক ব্যবহারের জন্য চীনে তৈরি প্রথম বৃহৎ যাত্রীবাহী উড়োজাহাজ সি৯১৯। এর মধ্য দিয়ে এ উড়োজাহাজের ব্যাপক উৎপাদন এবং বাজারে প্রবেশের পথ প্রশস্ত হয়েছে। এ বিমান নির্মাণকারী প্রতিষ্ঠান কমার্শিয়াল এয়ারক্রাফ্ট কর্পোরেশন অব চায়না (কোম্যাক) সোমবার একথা জানিয়েছে।

উড়োজাহাজটি ২০১৫ সালে উৎপাদন লাইন থেকে বের হয় এবং ২০১৭ সালে প্রথম সফলভাবে তার ফ্লাইট পরিচালনা করে। ২০১৯ সাল থেকে ছয়টি সি৯১৯ জেট সাংহাইসহ বিভিন্ন স্থানে ধারাবাহিক স্থল ও ফ্লাইট টেস্ট পরিচালনা করে। কোম্যাকের তথ্য অনুসারে, ছয়টি উড়োজাহাজই ১৯ জুলাইয়ের মধ্যে তাদের পরীক্ষামূলক ফ্লাইট শেষ করে।

চীনের অন্যতম বৃহত্তম এয়ারলাইন চায়না ইস্টার্ন গত বছরের মার্চে পাঁচটি সি৯১৯ জেটলাইনার কেনার জন্য এক চুক্তি স্বাক্ষর করে। এটি ছিল এ উড়োজাহাজ বিক্রির প্রথম চুক্তি।

চায়না ইস্টার্ন জানিয়েছে, সি৯১৯ উড়োজাহাজ দিয়ে শাংহাই থেকে বেইজিং, কুয়াংচৌ, শেনজেন, ছেংদু, সিয়ামেন, উহান ও ছিংদাওসহ চীনের প্রধান শহরগুলোতে ফ্লাইট পরিচালনা করার পরিকল্পনা রয়েছে তাদের।

সি৯১৯ উড়োজাহাজে ১৫৮ থেকে থেকে ১৭৪টি আসন রয়েছে। এক ফ্লাইটে এর উড্ডয়ন ক্ষমতা সর্বোচ্চ ৫ হাজার ৫৫৫ কিলোমিটার পর্যন্ত। (তথ্য: সিএমজি)