ন্যাভিগেশন মেনু

চীনের প্রেসিডেন্ট পুনঃনির্বাচিত হওয়ায় সি চিন পিংকে অভিনন্দন


চীনের প্রেসিডেন্ট হিসেবে পুনঃনির্বাচিত হওয়ায় সি চিনপিংকে বিশ্ব নেতাদের অভিনন্দন জ্ঞাপন অব্যাহত রয়েছে। 


পুতিন

প্রেসিডেন্ট সিকে অভিনন্দন জানিয়ে শুক্রবারই একটি বার্তা পাঠান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বার্তায় পুতিন বলেন, গণপ্রজাতন্ত্রী চীনের প্রেসিডেন্ট পদে পুনরায় নির্বাচিত হওয়ায় সি চিনপিংয়ে তিন উষ্ণ অভিনন্দন জানান। চীনের জাতীয় গণকংগ্রেস-এনপিসিতে গৃহীত এ সংক্রান্ত প্রস্তাব থেকে এটা স্পষ্ট যে, দেশের শীর্ষনেতা হিসেবে সি’র উচ্চ প্রতিপত্তি রয়েছে; চীনা অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নকে এগিয়ে নেওয়া এবং আন্তর্জাতিক মঞ্চে চীনের স্বার্থ রক্ষার ব্যাপারে তিনি যে নীতি নির্ধারণ করেছেন, তা চীনের জনগণের ব্যাপক সমর্থন পেয়েছে। চীন ও রাশিয়ার সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্ক জোরদার করায় সি যে অবদান রেখেছেন, রাশিয়া তার ভূয়সী প্রশংসা করে। 

গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও  আন্তর্জাতিক ইস্যুতে প্রেসিডেন্ট সির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখতে ইচ্ছুক বলেও জানান রুশ প্রেসিডেন্ট। 

সি’র নেতৃত্বে চীনা জনগণের উত্তরোত্তর সাফল্য কামনা করেন পুতিন।


লাওসের প্রেসিডেন্ট

লাওসের প্রেসিডেন্ট থংলুন সিসুলিথ অভিনন্দনবার্তায় বলেন, ‘একজন মার্কসবাদী রাষ্ট্রনায়ক, চিন্তাবিদ ও কৌশলবিদের রাজনৈতিক প্রজ্ঞা ও মহান কৌশলের মাধ্যমে, সি চীনা কমিউনিস্ট পার্টি-সিপিসি ও দেশকে চীনা বৈশিষ্ট্যময় সমাজতন্ত্রের পথে উজ্জ্বল সাফল্য অর্জনে নেতৃত্ব দিয়েছেন। তাঁর সর্বসম্মত নির্বাচন জনগণের ইচ্ছা ও প্রত্যাশার প্রতিফলন। এটি সম্পূর্ণভাবে সিপিসি, সেনাবাহিনী এবং দেশের সকল জাতির জনগণের আন্তরিক সমর্থন ও নিরঙ্কুশ আস্থাকে মূর্ত করে। 


নরোদম সিহমনি

কম্বোডিয়ার রাজা নরোদম সিহামনি তাঁর অভিনন্দন বার্তায় বলেন, তিনি আত্মবিশ্বাসী যে সি’র দূরদৃষ্টি, প্রজ্ঞা এবং বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে চীন অবশ্যই একটি আধুনিক সমাজতান্ত্রিক দেশ হিসেবে নিজেকে গড়ে তুলবে।


কিম জং উন

শুক্রবার পাঠানো এক অভিনন্দন বার্তায় উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং-উন বলেন, প্রেসিডেন্ট পদে তাঁর পুনঃনির্বাচন সি চিন পিংয়ের প্রতি দল, সরকার ও জনগণের আস্থা ও সমর্থনের প্রতিফলন।

কিম জং-উন আরও বলেন, উত্তর কোরিয়া বিশ্বাস করে যে, চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি এবং কমরেড সি চিন পিং-এর নেতৃত্বে, চীনা জনগণ নিশ্চিতভাবেই নতুন নতুন বিজয় অর্জন করবে। পিয়ংইয়ং আরও বিশ্বাস করে যে, দু’দেশের মধ্যে ঐতিহ্যগত বন্ধুত্বপূর্ণ সহযোগিতামূলক সম্পর্ক নতুন যুগে আরও গভীর ও বিকশিত হবে। 


অন্যান্য রাষ্ট্রনেতার অভিনন্দন

এ ছাড়াও ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেল্লা, সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্ডার ভুসিক, আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের প্রেসিডেন্ট ফস্টিন-আর্চেঞ্জ তোয়াদেরা এবং কমোরসের প্রেসিডেন্ট আজালি আসুমানিসহ অন্যান্য বিদেশী নেতারাও শিকে চীনের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য অভিনন্দন জানিয়েছেন। 


হংকং-ম্যাকাও-সি অভিনন্দন

হংকং এবং ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলের নেতারাও প্রেসিডেন্ট পদে পুনঃনির্বাচিত হওয়ায় সি চিনপিংকে অভিনন্দন জানিয়েছেন।

হংকংয়ের প্রধান নির্বাহী জন লি কা-চিউ হংকং সরকার এবং শহরের বাসিন্দাদের পক্ষ থেকে সিকে অভিনন্দন জানান।

এক বিবৃতিতে লি বলেন, সির নেতৃত্বে, হংকং উন্নয়নের একটি নতুন পর্যায়ে প্রবেশ করেছে এবং দীর্ঘমেয়াদী সমৃদ্ধি ও স্থিতিশীলতা অর্জন করেছে।

ম্যাকাওর প্রধান নির্বাহী হো আইত-সেং এক বিবৃতিতে বলেছেন যে তার শহর রাষ্ট্রপ্রধান এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান হিসাবে সিকে সমর্থন অব্যাহত রাখবে। সি’র পুনর্নির্বাচন ছিল ইতিহাস এবং ম্যাকাওসহ সমস্ত চীনা জনগণের পছন্দ।