ন্যাভিগেশন মেনু

চীনে চলছে গোবর ব্যাংক


ওয়াং হাই লং চীনের নিং সিয়া হুই স্বায়ত্তশাসিত এলাকার ছুয়ান খৌ গ্রামে একটি বিশেষ কারখানা খুলেছেন। সেখানে গরুর গোবর দিয়ে জৈব সার উৎপাদন করা হয়। গ্রামের কৃষকরা সেখানে গরুর গোবর হস্তান্তর করেন। বিনিময়ে তারা টাকা কিংবা জৈব সার নিতে পারেন। সাধারণত এক কিউব মিটার গোবরের জন্য ৪০ ইউয়ান বা অর্ধেক কিউব মিটার জৈব সার বিনিময় করা হয়। স্থানীয়রা এ কারখানাকে গোবর ব্যাংকবলে ডেকে থাকেন।

কয়েক বছর আগে স্থানীয় কৃষকরা দারিদ্র্যবিমোচন কার্যক্রমে অংশগ্রহণ করে গরু পালা শুরু করেন। গত বছর সারা জেলায়৫,২০০ পরিবারেমোট ৫৫ হাজার গরু লালন হয়। 

সিয়াও তুয়ান গ্রামের বাসিন্দা পাই ওয়েন তুং বলেন,  তার পরিবার ৫টি গরু লালন করে। কিন্তু আগে তাদের গোবর কেবল ভুট্টা চাষেব্যবহার করা হতো। বাকি সময়গোবর কোনো কাজে লাগতো না। ফলে ওই সময় যে গোবর জমা হতো, তা গ্রামের পরিবেশ নষ্ট করতো এবং দুর্গন্ধ ছড়াতো। এ থেকে রক্ষা পেতে কয়েক বছর আগেতিনি নিজের ভুট্টাজমিতে গোবর রাখতেন। 

তবে গরুর গোবর ব্যাংক চালু হবার পরপরিস্থিতি পাল্টে গেছে। সব গোবর এখন ব্যাংকে রাখেন তিনি। যখন সার ব্যবহার করতে চান,  তখন তিনি ব্যাংক থেকে জৈব সার নিতে পারেন। 

ওয়াং হাই লং বলেন, জৈব সার প্রক্রিয়াকরণ প্রক্রিয়ায় কৃমির ডিম এবং ঘাসের বীজনির্মূল করা হয়। এসার অধিক কার্যকর এবং জমিকে উর্বর করে। গোবর ব্যাংক এ ক্ষেত্রে বিশেষ সেবা প্রদান করে। জমির মান আর চাষের ফসল অনুযায়ী, বিভিন্ন ধরনের সার তৈরি করে থাকে। 

গত বছর পাই ওয়েন তুংয়ের ভুট্টা জমির প্রয়োজনীয় সব সার এ ব্যাংক থেকে  এসেছিল। তিনি বলেন, জৈব সার ব্যবহারে জমি আরো নরম হয়। আরো বেশি পানি সংরক্ষণ করতে পারে। গত বছর বৃষ্টি কম হয়েছিল, তবে তার ভুট্টার ফলন অন্যদের চেয়ে ভাল ছিল। তিনি আরো বলেন, জমিতে তিনি এখন আর গোবর রাখেন না, তাই তাকে এখন আর দুর্গন্ধ সহ্য করতে হয় না। 

জানা গেছে, এ গোবর ব্যাংক প্রতি বছর ৬০ হাজার কিউব মিটার গরুর গোবরকে সারে পরিণত করতে পারে। হাজারোগরু পালনকারী এথেকে উপকৃত হয়। তাছাড়া, কিছু জৈব সারও বিক্রি হয়। স্থানীয় ও প্রতিবেশী প্রদেশের কৃষকরা এখান থেকে জৈব সার কিনেন। প্রতি বছর ব্যাংকের নিট মুনাফা ১০ লাখ ইউয়ানের বেশি।

সিং লং উপজেলার চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) সম্পাদক ওয়াং চি ইউয়ু জানিয়েছেন, গ্রাম পুনরুদ্ধার কার্যক্রম বাস্তবায়নের ফলে শিল্প ক্ষেত্রে ও কৃষকদের জীবিকার মান উন্নয়নের কারণে নতুন কিছু সমস্যা দেখা দেয়।এসব সমস্যা সমাধানের জন্য ব্যবসায়িক মডেল উদ্ভাবন করতে হয়।

গরুর গোবর ব্যাংক তেমনএকটি মডেল। এটি চাষাবাদ ও পশু পালন শিল্পের জন্য সহায়ক এবং সারের ব্যবহার কমিয়ে কৃষি দূষণ ও গ্রাম পরিবেশ সংরক্ষণে কাজ করছে। অর্থনীতি,পরিবেশ ও সমাজ এ থেকে উপকৃত হবে। তাই মাত্র দু’বছরের মধ্যে গরুর গোবর ব্যাংক দ্রুত সমৃদ্ধ হচ্ছে এবং তার ভবিষ্যতও অনেক উজ্জ্বল। (সূত্র: সিএমজি)