ন্যাভিগেশন মেনু

পোস্ট-ডক্টরাল ফেলোশিপ সম্পন্ন করলেন বাংলাদেশি চিকিৎসক মিসবাহ


সাব্বির আহম্মেদ

চীনের শীর্ষস্থানীয় পিকিং ইউনিয়ন মেডিক্যাল কলেজ থেকে ক্লিনিক্যাল কার্ডিওলজিতে বাংলাদেশের প্রথম ডাক্তার হিসেবে পোস্ট-ডক্টরাল ফেলোশিপ সফলভাবে শেষ করেছেন ডা. মেসবাহুল ফেরদৌস । চলতি মার্চ মাসে বিশ্ববিদ্যালয় প্রকাশিত ফলাফল থেকে এই তথ্য জানা গেছে।

ফেলোশিপে ডা. মেসবার গবেষণার বিষয় ছিলো " "A First-in-Man Study of the Bioheart Sirolimus Eluting Bioresorbable Vascular Scaffold in Patients with Coronary Artery Disease"। তাছাড়া তিনি ছয়টি নিবন্ধ প্রকাশ করেছেন। তার মধ্যে দুটি ক্লিনিকাল ট্রায়াল নিবন্ধ এবং চারটি গবেষণা নিবন্ধ এসসিআই-তালিকাভুক্ত জার্নালে প্রকাশিত হয়েছে।

ডা. মিসবাহ বিশ্বের বিভিন্ন শীর্ষ হাসপাতাল থেকে কার্ডিওলজির বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত প্রশিক্ষণ নিয়েছেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত ইউনিভার্সিটি অব আলামাবা থেকে থ্রিডি টিইই প্রশিক্ষণ, তাইওয়ানের ক্যাথে জেনারেল হাসপাতাল থেকে কমপ্লেক্সপিসিআই প্রশিক্ষণ এবং ভারতের নয়াদিল্লি অবস্থিত অ্যাপোলো হাসপাতাল থেকে থ্রিডি টিইই প্রশিক্ষণ গ্রহণ করেন। তাছাড়া ডা. মিসবাহ জাপানের আগেও জেনারেল হাসপাতাল থেকে ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিষয়ে ফেলোশিপ পেয়েছেন।

এ বিষয়ে কথা হলে ডা. মেসবাহ আনন্দ প্রকাশ করে বলেন, “ভবিষ্যতে যাতে বাংলাদেশের মানুষ খুব সহজেই বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি ডাক্তারদের কাছ থেকে সেবা নিতে পারেন, সে লক্ষ্যে টেলিমিডিসিন চিকিৎসা সেবার উদ্যোগ নিয়েছি।”

উল্লেখ্য, ডা. মেসবাহ বর্তমানে এশিয়ান সোসাইটি অব কার্ডিওলজির ভাইস-প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া চিকিৎসা ক্ষেত্রে অবদান রাখার জন্য তিনি গ্লোবাল হেলথ এশিয়া থেকে একটি সেরা কার্ডিওলজিস্ট পুরস্কার পেয়েছেন।