ন্যাভিগেশন মেনু

চীন-আফ্রিকা মিডিয়া সহযোগিতা ফোরামকে চীনা প্রেসিডেন্টের শুভেচ্ছা


২৫ আগস্ট চীনের প্রেসিডেন্ট সি চিন পিং পঞ্চম চীন-আফ্রিকা মিডিয়া সহযোগিতা ফোরামকে শুভেচ্ছা জানিয়েছেন। 

প্রেসিডেন্ট সি বলেন, পারস্পরিক আস্থা বৃদ্ধি, বিশ্বের শান্তি রক্ষা এবং বৈশ্বিক উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে চীন-আফ্রিকা মিডিয়া সহযোগিতা ফোরাম গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করেছে। প্রতিষ্ঠারগত ১০ বছরে এ ফোরাম চীন ও আফ্রিকার মিডিয়া জগতের মধ্যে সংলাপ ও সহযোগিতা বাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম প্রদান করেছে। তা চীন-আফ্রিকা সভ্যতা বিনিময় ও পরস্পরের শিক্ষা, সার্বিক কৌশলগত অংশীদারি সম্পর্ক গভীর করায় ইতিবাচক ভূমিকা পালন করেছে। 

তিনি আশা প্রকাশ করেন যে, দু’পক্ষের মিডিয়া অব্যাহতভাবে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বজায় রেখে সাংস্কৃতিক বিনিময় প্রচার, ন্যায্যতা এবং ন্যায় বিচার বজায় রাখা এবং বৈশ্বিক উন্নয়ন এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। পাশাপাশি, এ ফোরাম একসঙ্গে মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি প্রতিষ্ঠার জন্য প্রজ্ঞা ও শক্তি প্রদান করবে।

প্রসঙ্গত, পঞ্চম চীন-আফ্রিকা মিডিয়া সহযোগিতা ফোরাম বৃহস্পতিবার ‘নতুন দৃষ্টি, নতুন উন্নয়ন, নতুন সহযোগিতা’ শীর্ষক প্রতিপাদ্যকে ধারণ করে বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে। (সূত্র: সিএমজি)