ন্যাভিগেশন মেনু

চুক্তির বাইরের ক্রিকেটারদের জন্য বিসিবির আর্থিক সহযোগিতা


প্রাণঘাতী করোনার ছোবলে দেশ তো বটেই পুরো বিশ্বই বস্তুত থমকে আছে। এমতাবস্থায় যারা বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগে খেলছেন তাদের জন্য এককালীন ৩০ হাজার টাকা আর্থিক সহযোগিতা দেওয়ার ঘোষণা করলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

শনিবার (২৮ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে বিসিবি সভাপতির উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছে, ‘অনির্দিষ্টকালের জন্য প্রিমিয়ার বন্ধ হয়ে যাওয়ায় যেসকল ক্রিকেটার বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ নন, তারা এই সময়টিতে আর্থিক সঙ্কটে পড়তে পারেন যেহেতু তারা প্রিমিয়ার লিগের ক্লাব থেকে আংশিক টাকা পেয়েছেন। এই সহযোগিতাটি শুধু তাদের জন্যই।'

মূলত, প্রিমিয়ার লিগ বন্ধকালীন সময়ে তাদের আর্থিক বিষয়টি মাথায় রেখেই এই অনুদানের ঘোষণা। যাতে লিগ বন্ধকালীন সময়েও তারা ‍উপকৃত হন।

প্রসঙ্গত, চলতি মাসের ১৫ তারিখে ঢাকা প্রিমিয়ার লিগ মাঠে গড়ালে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রভাবে প্রথম রাউন্ড শেষে দ্বিতীয় রাউন্ডের খেলা স্থগিত ঘোষণা করে দেওয়া হয়।

এরপর ১৯ মার্চ বিসিবিতে সংক্ষিপ্ত সভা শেষে অনির্দিষ্ট কালের জন্য লিগ বন্ধের ঘোষণা দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

এমআইআর/এডিবি