NAVIGATION MENU

চুপিসারে বিয়ে করলেন তামিল অভিনেতা প্রভুদেবা


চুপিসারে নিজের ফিজিওথেরাপিস্টকে বিয়ে করলেন কোরিওগ্রাফার, তামিল অভিনেতা ও পরিচালক প্রভুদেবা। গোটা ব্যাপারটা এতোটাই গোপনে সেরেছেন যে, সংবাদমাধ্যম তো দূর, ইন্ডাস্ট্রির অনেকেই তা টের পাননি।

ভারতীয় জাতীয় সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত খবর অনুযায়ি, দীর্ঘদিন ধরে পিঠের ব্যথায় ভুগছিলেন প্রভুদেবা।  চিকিৎসকদের পরামর্শে বেশ কয়েক মাস আগে এক ফিজিওথেরাপিস্টের কাছে যেতে শুরু করেন তিনি। অল্প দিনের মধ্যেই তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। ফরে আর দেরি না করে গত সেপ্টেম্বরেই বিয়ে সেরে ফেলেন তারা।

মুম্বাইয়ে প্রভুদেবার বাড়ি ‘গ্রিন একর্স’-এ বিয়ের ঘরোয়া আনুষ্ঠানিকতা হয়। নবদম্পতি এখন চেন্নাইয়ে অবস্থান করছেন।

জনপ্রিয় এই তারকা নিজের এক ভাইজিকে বিয়ে করতে চলেছেন বলে সম্প্রতি খবর ছড়িয়ে  পড়ে গণমাধ্যমে। সেই নিয়ে খোঁজখবর শুরু হলে অভিনেতার ঘনিষ্ঠ মহল থেকে জানানো হয়, ‘সব ভুয়া খবর। এক ফিজিয়োথেরাপিস্টকে দুই মাস আগে বিয়ে করেছেন প্রভুদেবা। তবে তিনি সম্পর্কে আত্মীয় নন। ’

১৯৯৫ সালে রামলতার সঙ্গে বিয়ে হয় তার। সেই সংসারে তিন সন্তান। ২০০৮ সালে প্রভুদেবার বড় ছেলের ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যায়। ছেলের মৃত্যুর পরই স্বামী-স্ত্রীর সম্পর্কে চিড় ধরে।

২০১০ সালে দক্ষিণী অভিনেত্রী নয়নতারার সঙ্গে সম্পর্কে জড়ান প্রভুদেবা। আর এই সম্পর্কের জেরেই শেষ পর্যন্ত প্রভুদেবা-রামলতার বিচ্ছেদ হয়ে যায়। পরে ২০১২ সালে নয়নতারার সঙ্গেও সম্পর্ক ছিন্ন হয় তার।

ওয়াই এ/এডিবি