ন্যাভিগেশন মেনু

চুয়াডাঙ্গায় প্রবাসীর স্ত্রীকে গলাকেটে হত্যা


চুয়াডাঙ্গা সদর উপজেলার নতুন যাদবপুরে জেসমিন আক্তার ওরফে আয়না খাতুন (৩৮) নামে এক প্রবাসীর স্ত্রীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাতে এ ঘটনা ঘটে।

বুধবার (৮ সেপ্টেম্বর) সকালে খবর পেয়ে পুলিশ, র‌্যাব সদস্য ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এ সময় ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত একটি ধারালো চাকু, একজোড়া হ্যান্ডগ্লাভস ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ।

জেসমিন আক্তার ওরফে আয়না যাদবপুর গ্রামের কুয়েত প্রবাসী হাবিবুর রহমান হাবির স্ত্রী। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য একজনকে থানায় নিয়ে গেছে।

জেসমিনের বোন সাথী খাতুন বলেন, 'আমার দুলাভাই কুয়েত প্রবাসী। বোন ওর শাশুড়ির সাথে বাড়িতে থাকতো। গত সপ্তাহ খানেক আগে তার শাশুড়ি মারা যায়। এরপর থেকে একাই বাড়িতে থাকতো।'

তিনি আরও বলেন, 'আমার বোনের দুই সন্তান। মেয়ে তাসমিন বিয়ে হয়েছে আর আট বছরের শিশু তাজমির মায়ের সাথেই থাকতো।'

মেয়ে তাসমিন বলেন, 'আমার মাকে কয়েকদিন যাবত মোবাইলে কেউ বিরক্ত করছিল শুনেছি। গতকাল মঙ্গলবার সিমও পরিবর্তন করেন। কি কারণে আমার মাকে হত্যা করেছে আমি জানিনা। আমি আমার মায়ের হত্যার বিচার চাই।'

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ খান বলেন, এ হত্যার ঘটনায় অনেকগুলো সুত্র পাওয়া গেছে। খুব শিগগিরই হত্যাকারীকে আইনের আওতায় নেওয়া হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন।

এনআই/সিবি/এডিবি/