ন্যাভিগেশন মেনু

তেতাল্লিশে পা রাখলেন সৃজিত মুখার্জি


কলকাতার চলচ্চিত্র পরিচালক, অভিনেতা, চিত্রনাট্যকার সৃজিত মুখার্জির আজ জন্মদিন। ১৯৭৭ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন।

তিনি ২০১০ সালে প্রথম চলচ্চিত্র 'অটোগ্রাফ' তৈরি করেন। চলচ্চিত্রটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এর ধারাবাহিকতায় তিনি ২০১১ সালে 'বাইশে শ্রাবণ', ২০১২ সালে 'হেমলক সোসাইটি’, ২০১৩ সালে 'মিশর রহস্য', ২০১৪ সালে 'জাতিস্মর' ও 'চতুষ্কোণ' ২০১৫ সালে 'নির্বাক' এবং 'রাজকাহিনী' চলচ্চিত্র পরিচালনা করেন।

ভারতের ৬১তম জাতীয় চলচিত্র পুরস্কারে তার পরিচালিত ‘জাতিস্মর’ ছবিটি চারটি পুরস্কার জিতে নেয়। ৬২তম জাতীয় চলচিত্র পুরস্কার অনুষ্ঠানে তার পরিচালিত চতুষ্কোণ সিনেমাটির জন্য তিনি সেরা পরিচালক এবং সেরা চিত্রনাট্য বিভাগে পুরস্কার জিতে নেন।

৪৩ বছর বয়সী এ চলচ্চিত্র পরিচালক গত বছরের ৬ ডিসেম্বর জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে বিবাহ বন্ধনে আবন্ধ হন।

সৃজিতের জন্মদিনে ইনস্টাগ্রামে শুভেচ্ছা বার্তায় মিথিলা লিখেছেন, ‘শুভ জন্মদিন, মিস্টার মুখার্জি। আমাদের জীবনে আসার জন্য ধন্যবাদ। সুখী, স্বাস্থ্যবান আর আগের মতোই ড্রামা কিং হয়ে থেকো! আর এই মহামারিকে অভিশাপ, যে জন্মদিনে আমাদের দূরে রেখেছে। কিন্তু কথা দাও, তুমি নিরাপদে থাকবে আর যত তাড়াতাড়ি পারো ঘরে ফিরবে! ভালোবাসা।’

ওয়াই এ/এডিবি