ন্যাভিগেশন মেনু

চেলসিকে হারিয়ে আর্সেনালের ঘরে এফএ কাপ শিরোপা


দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয়ের আনন্দে ডানা মেলেছে আর্সেনাল। ইংলিশ এফ এ কাপের ১৩৯তম আসরের চ্যাম্পিয়ন আর্সেনাল।

লন্ডন ডার্বিতে চেলসিকে ২-১ গোলে হারিয়ে বিশ্বের সবচেয়ে পুরোনো জাতীয় ফুটবল প্রতিযোগিতায় নিজেদের রেকর্ড ১৪তম শিরোপা জিতে নিলো তারা। 

শুরুতে এগিয়ে গেলেও শেষটা সুন্দর হয়নি চেলসির। কিক অফের ৫ মিনিটের মধ্যেই আর্সেনালকে হতাশায় ডোবায় চেলসি।

ওলিভিয়ের জিরুদের অ্যাসিস্ট থেকে গোল করেন পুলিসিচ। ২৮ মিনিটে পেনাল্টি থেকে আর্সেনালের হয়ে সমতা ফেরান ওবেমেয়াং। ১-১ এর সমতায় শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে  আবারও আর্সেনালের ত্রাতা ওবেমেয়াং। ৬৭তম মিনিটে দারুণ এক প্রতি-আক্রমণ থেকে এগিয়ে যায় আর্সেনাল। আক্রমণে ওঠা এক্তর বেইয়েরিন বল হারানোর পর পেয়ে যান নিকোলাস পেপে। তার বাড়ানো ক্রস ধরে এক ডিফেন্ডারকে কাটিয়ে ঠাণ্ডা মাথায় লক্ষ্যভেদ করেন অবামেয়াং।

ছয় মিনিট পর দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন চেলসি মিডফিল্ডার মাতেও কোভাচিচ। বাকিটা সময়ে আর সমতায় ফেরা গোলের দেখা পায়নি চেলসি।

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে পেদ্রোর প্রচেষ্টা গোলরক্ষক আটকে দিলে এফএ কাপের শিরোপা জিতে মাঠ ছাড়ে আর্সেনাল।

এই জয়ের ফলে আসছে মৌসুমে ইউরোপা লিগে জায়গা করে নিলো আর্সেনাল।

এডিবি/