NAVIGATION MENU

চ্যাম্প ও মেজরকে নিয়ে হোয়াইট হাউসে উঠবেন জো বাইডেন


দুই জার্মান শেফার্ড চ্যাম্প ও মেজরকে নিয়ে হোয়াইট হাউসে উঠবেন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট জো বাইডেন।

বাইডেনের পোষা কুকুর চ্যাম্প ২০০৮ সাল থেকে তার সঙ্গে আছে। তিনি চ্যাম্পকে ব্রিডারদের কাজ থেকে কিনেছিলেন এবং ২০১৮ সালে মেজরকে ডেলাওয়্যার হিউম্যান সোসাইটির একটি প্রাণী আশ্রয়কেন্দ্র থেকে তুলে এনেছেন।

আশ্রয় কেন্দ্র থেকে নেওয়ার সময় মেজরের খুব খারাপ অবস্থা ছিলো। বাইডেন প্রথম মেজরকে পালক কুকুর ছানা হিসেবে নিয়েছিলেন পরে তিনি তার সিদ্ধান্ত পরিবর্তন করে তাকে স্থায়ীভাবে নেন।

সেই থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বাইডেনের দুই পোষা কুকুরের নিয়মিত উপস্থিতি চোখে পড়ে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে আসার পর সেখানে কোনো পোষ্য ছিলো না।

সিবি/এডিবি