ন্যাভিগেশন মেনু

চ্যালেঞ্জ মমতার, মোদি বললেন, ‘খেলা তো শেষ’


শিলিগুড়ির হাসমিচকের সভা থেকে ‘খেলা হবে’ স্লোগান তুললেন তৃণমূল সু্প্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । মুখোমুখি লড়াইয়ে নামার জন্য প্রধানমন্ত্রীকে আহ্বান জানালেন তিনি। এদিকে ব্রিগেডের সভা থেকে মমতাকে খোঁচা দিয়ে মোদি বললেন, “খেলা তো শেষ”।

ভোটের আগে আজ রবিবার ব্রিগেডে সভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অন্যদিকে গ্যাসের দাম বৃদ্ধি-সহ কেন্দ্রের একাধিক সিদ্ধান্তের বিরোধিতায় উত্তরবঙ্গে পথসভা করেন তৃণমূল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এরপর সেখানে জনসভা করেন তিনি। সেই সভা থেকেই একাধিক ইস্যুতে কেন্দ্রকে আক্রমণ করেন। কোভিডের টিকায় মোদির ছবি থেকে শুরু করে গ্যাস, পেট্রল, ডিজেলের দামবৃদ্ধি, একাধিক ইস্যুতে সরাসরি তোপ দাগেন নরেন্দ্র মোদিকে।

তাঁকে ‘মিথ্যেবাদী’ বলে কটাক্ষ করেন মমতা। এরপর সভামঞ্চ থেকেই এদিন ‘খেলা হবে’ স্লোগান তোলেন তৃণমূল সুপ্রিমো। সুর চড়িয়ে বলেন, “খেলা হবেই। ক্ষমতা থাকলে আপনি আমার মুখোমুখি আসুন মোদিজি। আপনিই ঠিক করুন দিন আর সময়। ওয়ান টু ওয়ান খেলা হবে। আপনাকে হেরে বাড়ি ফিরতে হবে।

এদিকে মমতার ‘খেলা হবে’ স্লোগানের পালটা ব্রিগেড থেকে মোদি বললেন, “আজকাল তৃণমূল বলছে খেলা হবে। দিদি ও তাঁর সঙ্গীরা অভিজ্ঞ খেলোয়াড়। সবরকম খেলাই ওঁরা খেলেছে। কোন খেলা বাকি রেখেছেন? দুর্নীতির এমন খেলা খেলেছেন যে একটা অলিম্পিক হয়ে যাবে।

আর কত খেলবেন? খেলা শেষ হয়ে গিয়েছে। তৃণমূলের খেলা শেষ, উন্নয়ন শুরু। খেল খতম, বিকাশ শুরু। দিদি কখনও দানব বলেন, কখনও দৈত্য, কখনও আবার গুণ্ডা বলেন।

ব্যঙ্গাত্মক সুরে মোদি বলেন, “এত রাগ কেন দিদি?” উল্লেখ্য, এদিন কেন্দ্রের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়।  বলেন, “অনেক সহ্য করেছি, আর না।

সূত্র: সংবাদ প্রতিদিন, কলকাতা

এস এস