বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যে শীর্ষক ধারাবাহিক সাংস্কৃতিক আন্দলন ‘ছাত্রলীগের ইতিহাস, বাঙালির ইতিহাস’ শীর্ষক থিয়েট্রিকাল পরিবেশনা শুরু করতে যাচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পুনর্মিলনী ‘বাংলাদেশ ছাত্রলীগ: গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৫ বছর’ শীর্ষক স্মারক গ্রন্থ প্রকাশ ‘স্মার্ট বাংলাদেশ আইডিয়া কনটেস্ট’ সহ কনসার্ট ফর স্মার্ট বাংলাদেশ আয়োজনের আংশ হিসাবে আগামী ১৩ই রোজ শুক্রবার সন্ধ্যায় টি এস সি চত্বরে ছাত্রলীগের সাংস্কৃতিক আন্দলন ‘ছাত্রলীগের ইতিহাস, বাঙালির ইতিহাস’ শীর্ষক থিয়েট্রিকাল পরিবেশনা হবে বলে অবহিত করেন ।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাঝারুল কবির শয়ন ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বাংলাদেশ পোস্টকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ‘বাংলাদেশ ছাত্রলীগের ধারাবাহিক সাংস্কৃতিক আন্দলনকে বেগবান করতে ঢাকা বিশ্ববিদ্যালয় ‘ছাত্রলীগের ইতিহাস, বাঙ ালির ইতিহাস’ শীর্ষক থিয়েট্রিকাল পরিবেশনা নির্মাণ করেছে’ , প্রারম্ভিকভাবে টি এস সি চত্বরে এবং পরবর্তীতে ধারাবাহিক ভাবে প্রতিটি হলে সাধারন শিক্ষাথীদের জন্য পরিবেশন করা হবে বলে জানান ।
ধ্বনি ও দমনীর ভেতরে আমাদের ভাষার উপমা,বাংলাদেশের মানুষের প্রা্নস্পন্দন, তাদের জীবন ও ভাগ্য বদলের কারিগর বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী দেশ রত্ন শেখ হাসিনা ২০৪১ সালের উন্নত বাংলাদেশ গড়ার জন্য ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার যে প্রস্তাবনা দিয়েছেন, দেশের সকলস্তরের ছাত্র সমাজ সোৎসাহে তা গ্রহন করেছেন।
দেশরত্ন শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রা নিয়ে ‘শর্ট ফিল্ম প্রতিযোগিতা’ আয়োজন। উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে দেশব্যাপী ‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে স্মার্ট বাংলাদেশের প্রাসঙ্গিকতা’ শীর্ষক প্রতিযোগিতা ও জাতীয়ভাবে ‘স্মার্ট ইয়ুথ ক্যাম্প’ ও সকল সাংগঠনিক ইউনিটের দলীয় কার্যালয়ে লাইব্রেরি প্রতিষ্ঠা করা সহ বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়েছে ।
সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত আরও বলেন, ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রলীগের নেতাকর্মীরা ‘সন্ত্রাস-জঙ্গিবাদের মদদদাতা, দুর্নীতিবাজদের পৃষ্ঠপোষক, গণতন্ত্র ও মানবাধিকারের হন্তারক, অশুভ ও অন্ধকারের শক্তি বিএনপি-জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্র, অগ্নিসন্ত্রাসের প্রচেষ্টা ও সংবিধানবিরোধী অপতৎপরতার বিরুদ্ধে’ এই কর্মসূচি পালন অব্যাহত থাকবে বলেও জানায় ।