ন্যাভিগেশন মেনু

ছাপড়াখালী অভয়ারণ্যে মাছ শিকারের অপরাধে ৯ মৎস্যজীবী আটক


বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জে ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইড ছাপড়াখালী অভয়ারণ্যে মাছ শিকারের অপরাধে ৯ মৎস্যজীবীকে আটক করেছে বন বিভাগ। এসময় ২টি ইঞ্জিনচালিত নৌকা ও ১০টি জাল জব্দ করা হয়।

মঙ্গলবার বিকালে অবৈধ ভাবে অনুপ্রবেশ করে খালে মাছ ধরার সময় তাদের আটক করা হয়। বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন জানান, সুন্দরবনের ৩টি ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইডে সারা বছরই মাছ শিকার নিষিদ্ধ থাকায় নদী-খালে মাছের প্রাচুর্য্য রয়েছে।

এ কারণে এক শ্রেণির মৎস্যজীবী বন রক্ষীদের চোখ ফাঁকি দিয়ে এসব হ্যারিটেজ সাইডে অবৈধ ভাবে অনুপ্রবেশ করে খালে মাছ শিকারের চেষ্টা করে। 

মঙ্গলবার বিকালে এভাবে শরণখোলা রেঞ্জে ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইড ছাপড়াখালী অভয়ারণ্যে অবৈধ ভাবে অনুপ্রবেশ করে খালে মাছ শিকারের অপরাধে ২টি ইঞ্জিনচালিত নৌকা ও ১০টি জালসহ ৯ জেলেকে আটক বন রক্ষীরা। 

১০টি জালের মধ্যে রয়েছে ৮টি ছান্দি ও ২টি করোল জাল। আটক ৯ মৎস্যজীবীর সকলের বাড়ী বাগেরহাটের শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামে। 

তবে, এই বন কর্মকর্তা তাৎক্ষনিক ভাবে আটকদের নাম জানাতে পারেনি। বুধবার আটক জেলেদের সুন্দরবন থেকে পূর্ব সুন্দরবন বিভাগের অফিসে এনে মামলা দিয়ে আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।

এস এস