ন্যাভিগেশন মেনু

ছিংপাই লিউফাং: হযরত মোহাম্মদ (স.) এর বংশধর নির্মিত মসজিদ


চীনের অন্যতম প্রাচীন মসজিদ হলো চিয়াংসু প্রদেশের ইয়াংচৌ শহরে অবস্থিত ছিংপাই লিউফাং মস্ক। এর আরেকটি নাম হলো সিয়ানহ্য মস্ক। 

হুয়াইশাং, ছিংচিং এবং ফিনিক্স মসজিদের পাশাপাশি সিয়ানহ্য মসজিদ হলো চীনের উপকূলীয় চারটি প্রাচীন গ্রেট মস্ক।

 এই মসজিদকে ক্রেন বা সারস মসজিদও বলা হয়। এর আকৃতির জন্য এই নামকরণ। ১২৭৫ সালের আরবের মুসলিম ফুহাতিং( ফুয়াদদিন) এই মসজিদ নির্মাণ করেন। ফুয়াদদিন ছিলেন হযরত মোহাম্মদ (স.) এর ১৬তম বংশধর।

 ইউয়ান রাজবংশের সময় মোংগোল আক্রমণে এই মসজিদ ক্ষতিগ্রস্ত হয়। ১৩৯০ সালে আরবের মুসলিম হাসান মসজিদের পুনর্নিমাণ করেন। চিয়াচিং সম্রাটের(১৫২১-১৫৬৭ সাল)সময় ১৫২৩ সালে এই মসজিদের অনেক অংশ নির্মিত হয়।  মসজিদটিতে হান স্থাপত্য শৈলীর ছাপ সুস্পষ্ট। চীনের গার্ডেন স্টাইলে এই মসজিদ নির্মিত। তবে কিবলমুখী হওয়ায় মসজিদের বৈশিষ্ট্যমণ্ডিত।