ন্যাভিগেশন মেনু

ছেলেধরা সন্দেহে গণপিটুনি, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টা


সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ছেলেধরা গুজবে গণপিটুনিতে একাধীক হত্যা সংঘটিত হয়েছে। একটি কুচক্রীমহল এ ধরণের গুজব ছড়িয়ে গণপিটুনি দিয়ে হত্যার মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে ।

এ প্রসঙ্গে পুলিশ হেড কোয়াটার্স ঢাকা থেকে এক বিশেষ সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গণপিটুনি দিয়ে হত্যা এবং গুজব ছড়িয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা ফৌজদারী অপরাধ।

গুজব ছড়িয়ে গণপিটুনি দিয়ে হত্যা বন্ধে সংশ্লিষ্ট ইউনিট অথবা জেলা পুলিশ সুপারগণকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হ’ল-

 শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক

  • দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক টহল ও গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা;
  • সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, গভর্নিং বডির সদস্য এবং শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা অথবা কর্মচারীদের সাথে মতবিনিময় সভা করে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ;
  • ছুটির পর ছাত্র/ছাত্রীদের তাদের অভিভাবকদের মাধ্যমে স্কুল ত্যাগের বিষয়টি শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা/কর্মচারী কর্তৃক নিশ্চিত করা;
  • শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তার লক্ষ্যে স্কুল কর্তৃপক্ষ কর্তৃক ক্যাম্পাস ও তৎসংলগ্ন এলাকায় সিসি টিভি স্থাপন এবং সচল রাখার উদ্যোগে গ্রহণ;

জনসচেতনা বৃদ্ধির লক্ষ্যে প্রচারণা

  • প্রতিটি এলাকায় ছেলেধরা সংক্রান্ত গুজবে কান না দিতে এবং পুলিশকে তাৎক্ষণিক জানানোর জন্য মাইকিং করা, লিফলেট বিতরণ ও পোস্টারিং করা;
  • এলাকার জনপ্রতিনিধি, প্রশাসন, সুধীসমাজ, কমিউনিটি পুলিশিং এর প্রতিনিধি এবং সনসাধারণদের নিয়ে উঠান বৈঠকের মাধ্যমে ছেলেধরা সংক্রান্ত গুজবের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করা;
  • আইন নিজের হাতে তুলে না নিয়ে সন্দেহভাজন ব্যক্তিদের আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করার বিষয়ে জনসাধারণকে উদ্ভুদ্ধ করা;
  • প্রতিটি মসজিদে ইমামদের মাধ্যমে ছেলেধরা সংক্রান্ত গুজবে বিভ্রান্তি সৃষ্টি রোধকল্পে বক্তব্য প্রদানের ব্যবস্থা গ্রহণ করা;
  • মেট্রোপলিটন ও জেলা শহরে অবস্থিত বস্তি এলাকার বিশেষ নজরদারী রাখা;

সামাজিক যোগাযোগ মাধ্যমে মনিটরিং

সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন Facebiik, Twitter, Youtube, Blog এবং মোবাইন ফোনের মাধ্যমে ছেলেধরা সংক্রান্ত বিভ্রান্তিমুলক পোস্ট, মন্তব্য বা গুজব ছড়ানোকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহন করতে হবে;

 ইলেকট্রনিক মিডিয়া  পত্রিকায় গণবিজ্ঞপ্তি প্রকাশ

গুজবে কান না দিয়ে এবং ছেলেধরা বিষয়ে আতংকিত না হয়ে জনসাধারণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার প্রচারের ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এছাড়া স্থানীয় স্যাটেলাইট টিভি চ্যাানেলগুলোতে সার্বক্ষণিক প্রচারের ব্যবস্থা করতে হবে। পুলিশ কমিশনার, ডিএমপি; এআইজি (মিডিয়া) বাংলাদেশ পুলিশ, পুলিশ হেড়কোয়ার্টার্স এবং পুলিশ সুপার (সকল) জরুরী বিজ্ঞপ্তি প্রকাশের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন;

 

এমআইআর /এসএস