ন্যাভিগেশন মেনু

গিনেস বুকে ছয়বার রেকর্ড গড়লেন মাগুরার মাহমুদুল


মাত্র ১৯ বছর বয়সেই ছয়বার গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখিয়েছেন মাহমুদুল হাসান ফয়সাল।

সর্বশেষ ‘দ্য মোস্ট ফুটবল আর্ম রোলস ইন থার্টি সেকেন্ডস’ ইভেন্টে নিজের রেকর্ড নিজেই ভেঙে বিশ্ব দরবারে নিজের সঙ্গে বাংলাদেশের নাম তুলে ধরেছেন মাগুরার এই তরুণ।

গিনেস কর্তৃপক্ষের ওয়েবসাইট বলছে, গত বছরের ১৫ ডিসেম্বর মাগুরার বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান স্টেডিয়ামে ৩০ সেকেন্ডে ৬৮ বার ঘাড়ের ওপর বল ঘুরিয়ে তিনি এই রেকর্ড করেছেন।

এ প্রসঙ্গে মাহমুদুল হাসান জানান, এই রেকর্ডের আনুষ্ঠানিক স্বীকৃতি তিনি পেয়েছেন ১০ এপ্রিল। ‘দ্য মোস্ট ফুটবল আর্ম রোলস ইন থার্টি সেকেন্ডস’ ইভেন্টে আগের রেকর্ডটিও তারই দখলে ছিল। সেবার আধা মিনিটে ৬২ বার ঘাড়ের ওপর বল ঘুরিয়েছিলেন তিনি। ক'দিন বাদে একই সময়ে তিনি বল ঘুরিয়েছেন ৬৮ বার। এভাবেই গড়তে চান আরও অনেক রেকর্ড।

এর আগে আরও পাঁচবার গিনেস বুকে নাম উঠেছে মাগুরার এই তরুণের।

মাহমুদুল প্রথম রেকর্ডটি গড়েন ২০১৮ সালে। সেটি ছিল (দ্য মোস্ট ফুটবল আর্ম রোলস ইন ওয়ান মিনিট) এক মিনিটে সবচেয়ে বেশিবার বাহুর ওপরে ফুটবল ঘুরিয়ে (১৩৪ বার) রেকর্ড বইয়ে নাম লেখান এই তরুণ।

এর মধ্যে কেবল ‘দ্য মোস্ট বাসস্কেটবল নেক ক্যাচেস ইন ওয়ান মিনিট’ রেকর্ডটি হাতছাড়া হয়েছে মাহমুদুলের। সব মিলিয়ে এখন তার দখলে আছে চারটি গিনেস রেকর্ড।

মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউটের ম্যাকাট্রনিকস বিভাগে ডিপ্লোমা প্রকৌশলে পড়ছেন মাহামুদুল হাসান। তার বাড়ি সদর উপজেলার হাজিপুর গ্রামে। বাবা সোহেল রানা অবসরপ্রাপ্ত সেনাসদস্য। মা মঞ্জুয়ারা খানম গৃহিণী।

ওয়াই এ/এডিবি/