ন্যাভিগেশন মেনু

জঙ্গির বাড়িতে সুড়ঙ্গ করে বোমা মজুদ


পুলিশের নজর এড়াতে এক আল-কায়দা জঙ্গি তার বাড়িতে সুড়ঙ্গ করে বোমা মজুদ করে রেখেছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি।

জঙ্গিকে গ্রেপ্তারের পর তদন্তে মিলেছে চাঞ্চল্যকর তথ্য। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ডোমকল ও জলঙ্গি থেকে ছয়জন আল-কায়দা জঙ্গিকে গ্রেপ্তার করে দেশটির জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)। সেই জঙ্গিদের মধ্যেই একজন আবু সুফিয়ান।  তার বাড়িতে পাওয়া গেছে একটি গোপন সুড়ঙ্গ।

আবু সুফিয়ানের বাড়িতে গোপন সুড়ঙ্গের খোঁজ মিলতেই নতুন করে সামনে এলো আরও বেশ কিছু তথ্য। বড়সড় নাশকতার লক্ষ্যে কীভাবে পশ্চিমবাংলায় আল-কায়দা জাল বিস্তার করছিল, তা ভেবেই  ঘুম উড়ে গেছে তদন্তকারী কর্মকর্তাদের।

ওই গোপন সুড়ঙ্গে বোমা মজুত করে রাখত গ্রেপ্তার আল-কায়দা জঙ্গি আবু সুফিয়ান। এ ছাড়া গ্রেপ্তার জঙ্গির বাজেয়াপ্ত ফোন ঘেঁটে উদ্ধার হয়েছে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। যে গ্রুপে ওই জঙ্গিসহ মোট ২২ জন সদস্য রয়েছে। তবে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের সব ম্যাসেজই মুছে ফেলা হয়েছে। 

অর্থাৎ পুরো কথোপকথনই ডিলিটেড ফরম্যাটে পাওয়া গেছে। মুছে দেওয়া সেই ম্যাসেজ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে তদন্ত সংস্থার আইটি সেল।

এস এস