ন্যাভিগেশন মেনু

জঙ্গি হুমকির আশঙ্কায় লাহোরে ৪জন গ্রেপ্তার


পাকিস্তানে সাম্প্রতিক জঙ্গি হুমকির আশঙ্কায় দেশটির পাঞ্জাব প্রদেশের সন্ত্রাস দমন কর্তৃপক্ষ গত ২০ সেপ্টেম্বর লাহোর থেকে চারজনকে গ্রেপ্তার করেছে।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সন্দেহভাজনভাবে ধৃত চারজন হলেন, মুহাম্মদ মোশতাক, সামি উল্লাহ, আদিল জামাল এবং ওসামা খালিদ।

এ চারজনই করাচির বাসিন্দা এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে তারা নাশকতার পরিকল্পনা এটেছিল। সিটিডি তাদের কাছ থেকে বিস্ফোরক উদ্ধার করেছে। আরও তদন্ত চলছে।

গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, সাম্প্রতিক সন্ত্রাসী হুমকির প্রেক্ষাপটেই পাকিস্তানে নিউজিল্যান্ড এবং ব্রিটিশ ক্রিকেট ম্যাচ বাতিল করাও রয়েছে।

চলতি মাসের গোড়ার দিকে, সিন্ধু প্রদেশ  সন্ত্রাস দমন শাখা  পরিচালিত গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে সম্ভাব্য সন্ত্রাসী হামলার বিষয়ে সতর্কতা জারি করা হয়েছিল।

দ্য নিউজ ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে, সিন্ধু পুলিশ প্রধান মোশতাক আহমেদ মাহার একটি বিজ্ঞপ্তিতে সতর্ক করেছিলেন যে সেপ্টেম্বরে সম্ভাব্য নাশকতার কাজ চালানো হতে পারে। 

রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল, সবজি মার্কেট এবং অন্যান্য স্থানে যেখানে প্রচুর সংখ্যক লোকের সমাগম হয় সেসব স্থানে জনসাধারণের নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করার জন্য প্রাদেশিক পুলিশ প্রধান সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

কয়েক সপ্তাহ আগে আফগানিস্তান তালেবানদের দখলে যাবার পর পাকিস্তানের দক্ষিণ-পশ্চিম চমন সীমান্ত দিয়ে পথচারীদের যাতায়াত বেড়েছে। গত মাসে, প্রদেশের সিটিডি আফগানিস্তানের অস্থিতিশীল পরিস্থিতির কারণে আসন্ন হুমকি মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের জন্য সংশ্লিষ্ট সংস্থাকে নিরদেশ দিয়েছে।

এস এস