ন্যাভিগেশন মেনু

জো বাইডেনকে ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা


অবশেষে জো বাইডেনকে ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছে দেশটির ইলেকটোরাল কলেজ। 

স্থানীয় সময় সোমবার (১৪ ডিসেম্বর) ৫০টি অঙ্গরাজ্যের ইলেকটরদের বৈঠকের পর তাকে বিজয়ী ঘোষণা করা হয়।

বিজয়ী ঘোষণার পর যে কোনো ধরনের সহিংসতা এড়াতে অতিরিক্ত নিরাপত্তা জারি করা হয়েছে।

আনুষ্ঠানিক জয়ের পর উচ্ছ্বসিত বাইডেন বলেন, 'জনগণের আকাঙ্খা পূরণ হয়েছে।' 

আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করবেন ডেমোক্র্যাট দলের এই নবনির্বাচিত প্রেসিডেন্ট।

গত ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। তারপর থেকেই বিভিন্ন অঙ্গরাজ্যের ভোটের ফল আসতে শুরু করে এবং জো বাইডেনের জয়ের বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। 

এর পর থেকেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবারের নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ এনেছেন। এমনকি তিনি এও দাবি করেছেন যে, এবারের নির্বাচন ছিল যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বিশৃঙ্খল নির্বাচন।

বিভিন্ন অঙ্গরাজ্যে তার নির্বাচনী প্রচারণা শিবির ভোটের ফলাফলের বিরুদ্ধে মামলাও করেছে। যদিও কোনো মামলায় তিনি জয়ী হননি।  সবগুলো মামলাই আদালত খারিজ করে দিয়েছে। সর্বশেষ তার প্রচারণা শিবিরের দুই মামলা সুপ্রিম কোর্টে খারিজ হয়েছে।

নির্বাচনে জো বাইডেন ৩০৬টি ইলেকটোরাল কলেজ ভোটে জয়ী হয়েছেন। অপরদিকে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প ভোট পেয়েছেন ২৩২টি।

জো বাইডেন যিনি কিনা প্রায় অর্ধ শতাব্দী ধরে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে একজন বিচক্ষণ ডেমোক্রেটিক নেতা হিসেবে রয়েছেন। তিনি ৩০৬-২৩২ ব্যবধানে ইলেক্টোরাল কলেজের ভোটে জয়লাভ করেছেন এবং ট্রাম্পকে দেশের ২৪৪ বছরের ইতিহাসে হোয়াইট হাউসে একক মেয়াদ পরে পুনর্নির্বাচনে পরাজিত পঞ্চম প্রেসিডেন্ট হিসাবে পরিণত করেছেন।

এডিবি/