ন্যাভিগেশন মেনু

করোনার থাবা থেকে রেহাই মিলল না সিংহেরও


বনের রাজা সিংহের থাবা থেকে রেহাই মেলে না কারোরই। এবার করোনার থাবায় আক্রান্ত বনের রাজাও। অর্থাৎ করোনায় শুধু মানুষই নয়, প্রাণীরকূল আক্রান্ত হচ্ছে।  এর আগে নিউইয়র্কের চিড়িয়াখানায় চারটি বাঘ করোনায় আক্রান্ত হয়েছিল।

এছাড়া বিড়ালের করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। এবার এ ভাইরাসে আক্রান্ত হয়েছে সিংহ। স্পেনের বার্সেলোনার একটি চিড়িয়াখানায় তিনটি সিংহি ও এক সিংহের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

এই চিড়িয়াখানায় তাদের দেখভালের দায়িত্বে থাকা দুই জন কর্মীও করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের কাছ থেকেই করোনা ভাইরাস সিংহগুলোকে আক্রমণ করেছে বলে ধারণা করা হচ্ছে।

তিন সিংহির নাম জালা, নিমা ও রান রান তাদের বয়স ১৬। সিংহের নাম কিউম্বে এর বয়স ৪ ভছর। প্রত্যেকেরই দেহে করোনার সামান্য লক্ষণ আছে।

চিড়িয়াখানার অস্থায়ী ডিরেক্টর জুলি মাওরি জানিয়েছেন, এ সিংহ বা সিংহিগুলো থেকে কোনো দর্শনার্থীরও করোনা হওয়ার আশঙ্কা নেই। কারণ সিংহ ও সিংহিগুলোকে দর্শনার্থীরা দূর থেকেই দেখেন।

বার্সেলোনার চিড়িয়াখানা কর্তৃপক্ষ এরপরই নিউইয়র্কের চিড়িয়াখানার সঙ্গে যোগাযোগ করেন। করোনায় আক্রান্ত বাঘগুলোকে কীভাবে সারিয়ে তোলা হয়েছিল, তা তারা জানতে চান। সেখানে চারটি বাঘ এপ্রিলে করোনায় আক্রান্ত হয় এবং ১৫ দিন পরে সেরে যায়।

বার্সেলোনার চিড়িয়াখানার পশু চিকিৎসা বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, একমাত্র নিউইয়র্কের চিড়িয়াখানায় বাঘেদের করোনা চিকিৎসার পুরো ডকুমেন্টেশন আছে। তাই তাদের সঙ্গেই যোগাযোগ করা হয়।

বার্সেলোনার চিড়িয়াখানা কর্তৃপক্ষের দাবি, সিংহ-সিংহিগুলো প্রায় সেরে উঠেছে।

সিবি / এস এস