ন্যাভিগেশন মেনু

জনসচেতনতায় চাঁদপুর জেলা পুলিশ


‘সচেতন হোন,সুস্থ থাকুন’এ স্লোগান নিয়ে জনসচেতনতা বাড়াতে সরকারি নিদের্শনা মেনে চলার আহ্বান জানিয়েছেন চাঁদপুরের পুলিশ সুপার মো. মিলন মাহমুদ।

সোমবার (২৮ জুন) বাংলাদেশ পুলিশ, চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয়ের ওয়েবসাইড থেকে এ তথ্য জানা যায়।

করোনাভাইরাস সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় সকল বিধিনিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় সরকার ঘোষিত নিম্নোক্ত শর্তবলী সকল জনসাধারণকে মেনে চলার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হয়েছে ।

(ক) সারাদেশে পণ্যবাহী যানবাহন ও রিকশা ছাড়া সকল গণপরিবহন বন্ধ থাকবে।

(খ) সকল শপিংমল, মার্কেট, পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে।

(গ) খাবারের দোকান, হোটেল-রেস্তোরা সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খাবার বিক্রয় করতে পারবে।

(ঘ) সরকারি-বেসরকারি অফিস বা প্রতিষ্ঠানগুলো শুধুমাত্র প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা বা কর্মচারীর উপস্থিতি নিশ্চিত করতে নিজ নিজ অফিসের ব্যবস্থাপনায় তাদের আনা-নেওয়া করতে হবে।

সিবি/এডিবি/